TRENDING:

সদ্যোজাত বাছুরের রক্ত, আফ্রিকান বাঁদরের কোষ মিলিয়ে তৈরি হচ্ছে কোভ্যাক্সিন! জানাল বায়োটেক

Last Updated:
আগে গরুর ভ্রূণেরসেরাম সংগ্রহ করার জন্য গর্ভবতী গাভী’কে মেরে ফেলা হত । এখন অবশ্য সদ্যোজাত বাছুরের শরীর থেকেই তা সংগ্রহ করা হয় ।
advertisement
1/6
সদ্যোজাত বাছুরের রক্ত, আফ্রিকান বাঁদরের কোষ মিলিয়ে তৈরি হচ্ছে কোভ্যাক্সিন!
• মানব দেহে বিরূপ প্রভাব ফেলায় বন্ধ হয়েছে অক্সফোর্ডের টিকা তৈরি । কিন্তু ভারত বায়োটেকের করোনা টিকা এখনও পর্যন্ত দূরন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে । ট্রায়াল শুরু হয়ে গিয়েছে কোভাক্সিনের । কিন্তু কোনওরকম বিরূপ প্রভাব দেখা যায়নি এখনও । প্রতীকী চিত্র ।
advertisement
2/6
• ফলে ফলে ভারতের করোনার টিকা কোভাক্সিন নিয়ে আশাবাদী গোটা দেশ তথা বিশ্বের করোনাবিধ্বস্ত দেশগুলোও । একাবর এই টিকা সাধারণের জন্য উৎপাদ শুরু হয়ে গেলেই এই মারণ ভাইরাসকে নাশ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে । প্রতীকী চিত্র ।
advertisement
3/6
• সম্প্রতি ভারত বায়োটেক সামনে এনেছে এই টিকায় ব্যবহৃত প্রধান উপকরণগুলি । বিশ্বের কোনও সংস্থাই ভ্যাকসিন তৈরির পদ্ধতি বা উপাদন সচরাচর সামনে আনতে চায় না। বায়োটেকের পক্ষ থেকেও সবকিছু খোলসা না করে কয়েকটি উপাদানের কথা জানানো হল । প্রতীকী চিত্র ।
advertisement
4/6
• কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিউকিউলার বায়োলজির গবেষক ভি রাধা বলেছেন, গরুর ভ্রূণের সেরাম বা বাছুরের সেরাম যে কোনও ভ্যাকসিনেরই অন্যতম উপাদান। কোভ্যাক্সিন তৈরিতেও এই উপাদানই কাজে লাগানো হয়েছে। প্রতীকী চিত্র ।
advertisement
5/6
• পাশাপাশি আফ্রিকার এক বিশেষ প্রজাতির বাঁদরের যাকে বলে African Green Monkey। এই বাঁদরের কিডনির CCl-81 কোষ নিয়ে ল্যাবরেটরিতে তার কালচার করা হয়েছে। সেই কোষকে এরপর বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এর পরে ভাইরাস সমেত সেই কোষকে ৩৬ ঘণ্টা সংশ্লেষ করা হয়েছে এবং তারপরে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতীকী চিত্র ।
advertisement
6/6
• দেশে করোনা সংক্রমণে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না । গত ২৪ ঘণ্টায় ৯৮ হাজার মানুষ করোনা পজিটিভ হয়েছেন । ফলে দ্রুত বাজারে ভ্যাকসিন আসা এবং সকলকে দ্রুত টিকাকরণ করার প্রয়োজন রয়েছে । প্রতীকী চিত্র ।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
সদ্যোজাত বাছুরের রক্ত, আফ্রিকান বাঁদরের কোষ মিলিয়ে তৈরি হচ্ছে কোভ্যাক্সিন! জানাল বায়োটেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল