করোনা ভাইরাস! কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে দেশের এই সংস্থা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস ছড়াচ্ছে দ্রুত৷ ভারতে এই মুহূর্তে ২৯ জনের দেহে মিলেছে নোভেল করোনা ভাইরাস৷ করোনা শুধু বিশ্ববাসীর স্বাস্থ্যের কাছেই হুমকি নয়, অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলছে৷ যার নির্যাস, বেশ কিছু সংস্থা কর্মী ছাঁটাই করতে চলেছে৷
advertisement
1/6

করোনা ভাইরাস ছড়াচ্ছে দ্রুত৷ ভারতে এই মুহূর্তে ২৯ জনের দেহে মিলেছে নোভেল করোনা ভাইরাস৷ করোনা শুধু বিশ্ববাসীর স্বাস্থ্যের কাছেই হুমকি নয়, অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলছে৷ যার নির্যাস, বেশ কিছু সংস্থা কর্মী ছাঁটাই করতে চলেছে৷
advertisement
2/6
ভারতে বেশ কয়েকটি সংস্থা বড়সড় আকারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে৷ তার মধ্যে শীর্ষে Oyo হোটেলস৷ শুধু ভারতেই নয়, ওয়ো কর্মী ছাঁটাই করবে বিদেশেও৷
advertisement
3/6
সূত্রের খবর, ওয়ো ৫ থেকে ২৫ হাজার কর্মী ছাঁটতে চলেছে শীঘ্রই৷ এর আগে জানুয়ারিতেও ৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল ওয়ো৷
advertisement
4/6
২০১৩ সালে সফট ব্যাঙ্কের আর্থিক মদত পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে খুব দ্রুত বিস্তার করে চলেছে Oyo। একই সঙ্গে এই ভারতীয় স্টার্টআপ সংস্থার বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার কোটি মার্কিন ডলার।
advertisement
5/6
এর পাশাপাশি সংস্থাটির লোকসানও বেড়েছে। এই পরিস্থিতিতে Oyo-কে লাভজনক সংস্থায় পরিণত করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে সফট ব্যাঙ্ক। ২০২০ সালে বিস্তারের পাশাপাশি সংস্থাকে লাভজনক করে তোলার টার্গেটের ওপরে জোর দিয়েছেন Oyo-র প্রতিষ্ঠাতা CEO রীতেশ আগরওয়াল।
advertisement
6/6
ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মধ্যমে খরচ কমিয়ে মুনাফা করতে চাইছে তারা৷