COVID-19 3rd Wave: ৯৮ দিন ধরে চলবে করোনার তৃতীয় ঝড়! খেলবে ঝোড়ো ইনিংস! নয়া রিপোর্টে একাধিক নয়া তথ্য...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
করোনার দ্বিতীয় ঢেউ দেশ থেকে নির্মূল হওয়ার আগেই ফের আশঙ্কার ইঙ্গিত। দ্বিতীয় ঢেউয়ের মতোই নাকি ঝোড়ো ব্যাটিং করবে করোনার তৃতীয় ঢেউ (as severe as the second wave)।
advertisement
1/7

*করোনার দ্বিতীয় ঢেউ দেশ থেকে নির্মূল হওয়ার আগেই ফের আশঙ্কার ইঙ্গিত। দ্বিতীয় ঢেউয়ের মতোই নাকি ঝোড়ো ব্যাটিং করবে করোনার তৃতীয় ঢেউ (as severe as the second wave)। বুধবার SBI (State Bank of India) একটি রিপোর্ট প্রকাশ করে এই তথ্য সামনে এনেছে। ফাইল ছবি।
advertisement
2/7
*তৃতীয় ঢেউ কতদিন স্থায়ী হবে সে কথাও আজই জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই রিপোর্ট। বলা হয়েছে, দ্বিতীয় ঢেউ গড়ে ১০৮ দিন স্থায়ী হওয়ার কথা। তবে তৃতীয় ঢেউ গড়ে ৯৮ দিন অর্থাৎ তিন মাসেরও বেশী সময় ধরে স্থায়ী হবে এই তৃতীয় ঢেউ। যার ফলে বহু মানুষ ফের সংক্রামিত হবেন। ফাইল ছবি।
advertisement
3/7
*তবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ যেভাবে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তৃতীয় ঢেউয়ে তা হবে না। মৃত্যুহার কমবে অনেকটাই। কারণ বহু মানুষ ততদিনে করোনার টিকা নিয়ে নেবেন। পাশাপাশি আরও উন্নয়ত হয়ে যাবে চিকিৎসা পরিকাঠামো। ফাইল ছবি।
advertisement
4/7
*রিপোর্টে উল্লিখিত, এ বারে যেভাবে মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন, তৃতীয় ঝড়ে তা হবে না। ২০ শতাংশের থেকে কমে গুরুতর অসুস্থ করোনা আক্রান্তের সংখ্যা নেমে আসবে ৫ শতাংশে। দেশে মোট মৃতের সংখ্যা নেমে আসতে পারে ৪০ হাজারে। ফাইল ছবি।
advertisement
5/7
*প্রসঙ্গত, সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। তবে এখনও দুশ্চিন্তা কাটেনি প্রশাসনের। বহু দিন পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের নিচে নেমেছে। ফাইল ছবি।
advertisement
6/7
*দেশের বেশ কিছু অংশে ইতিমধ্যেই সংক্রমণ কমতে দেখা গিয়েছে, যার প্রভাবে দেশের সক্রিয় করোনা কেসও খানিকটা হ্রাস পেয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ফাইল ছবি।
advertisement
7/7
*গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। করোনায় দেশে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার ৮৩২ জন। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
COVID-19 3rd Wave: ৯৮ দিন ধরে চলবে করোনার তৃতীয় ঝড়! খেলবে ঝোড়ো ইনিংস! নয়া রিপোর্টে একাধিক নয়া তথ্য...