একা চিন নয়, ভারতে করোনা সংক্রমণের জন্য অনেকটাই দায়ী এই দেশগুলি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)-এর গবেষকরা ভারতে করোনা ভাইরাসের কোন কোন দেশ থেকে আসতে পারে, তা নিয়ে গবেষণা করেছিলেন৷
advertisement
1/8

করোনা ভাইরাস সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য চিনকেই দায়ী করছে আমেরিকা সহ বিভিন্ন দেশ৷ ভারতের ক্ষেত্রে ছবিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম৷ নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে৷
advertisement
2/8
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)-এর গবেষকরা ভারতে করোনা ভাইরাসের কোন কোন দেশ থেকে আসতে পারে, তা নিয়ে গবেষণা করেছিলেন৷ সেই গবেষণাতেই জানা গিয়েছে, ভারতে মূলত ইউরোপ, উপসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ এবং তার সংলগ্ন দেশগুলি থেকে এসেছে৷
advertisement
3/8
IISc-এর মাইক্রোবায়োলজি এবং সেল বায়োলজি বিভাগের গবেষক অধ্যাপক কুমারাওয়াল সোমসুন্দরম, মেনক মণ্ডল, অঙ্কিতা লবার্দে এই গবেষণা চালিয়েছিলেন৷ জিনোমিক্সের উপর ভিত্তি করে তাঁদের এই গবেষণার ফলাফল কারেন্ট সায়েন্স জার্নাল-এ প্রকাশিত হয়েছে৷
advertisement
4/8
গবেষকরা জানাচ্ছেন, এ দেশে সংগৃহীত SARS-CoV-2-এর ১৩৭টির মধ্যে ১২৯টি নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, সেগুলির সঙ্গে নির্দিষ্ট কয়েকটি দেশের জীবাণুর চারিত্রিক মিল রয়েছে৷
advertisement
5/8
ক্লাস্টার A-এর মধ্যে ভারতে পাওয়া করোনা ভাইরাসের নমুনার সঙ্গে ওশানিয়া (অস্ট্রেলিয়া এবং তার সংলগ্ন দেশগুলি), কুয়েত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে পাওয়া করোনা ভাইরাসের মিল রয়েছে৷
advertisement
6/8
ক্লাস্টার B-এর মধ্যে ভারতে পাওয়া করোনা ভাইরাসের সঙ্গে ইউরোপের দেশগুলির নমুনার মিল রয়েছে৷ এই গবেষণা থেকেই প্রমাণিত, ইউরোপ, উপসাগরীয় দেশ, দক্ষিণ এশিয়া এবং ওশানিয়া অঞ্চলের দেশগুলি থেকেও ভারতে SARS-CoV-2 এসেছে৷
advertisement
7/8
১৩৭টির মধ্যে ১২৯টি বাদে বাকি নুমনাগুলির ক্ষেত্রে চিন এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে পাওয়া করোনা ভাইরাসের সঙ্গে মিল পাওয়া গিয়েছে৷
advertisement
8/8
চিন সহ প্রতিবেশী দেশগুলি থেকে আসা মানুষের মাধ্যমে দেশে করোনা ভাইরাস প্রবেশ করলেও ইউরোপ, ওশানিয়া অঞ্চল, উপসাগরীয় অঞ্চলের দেশ থেকে আগতরাও যে দেশে করোনা সংক্রমণ ছড়ানোর বড় কারণ, এই গবেষণার ফলাফলে তা জোরের সঙ্গে দাবি করা হয়েছে৷