TRENDING:

বাজেটে কাঁচি তাই থিমপুজোয় ইতি, কুমোরটুলিতে শুধুই সাবেকি দুর্গার বরাত

Last Updated:
নতুন দিনেই ফিরছে পুরনো সেই পুজো। সাবেক আটচালার ঠাকুরই চাইছেন ক্রেতারা।
advertisement
1/4
বাজেটে কাঁচি তাই থিমপুজোয় ইতি, কুমোরটুলিতে শুধুই সাবেকি দুর্গার বরাত
করোনা আবহে সুষ্ঠুভাবে পুজো সারাটাই চ্যালেঞ্জ। শুধু সংক্রমণের ভয়ই নয়। রয়েছে বাজেটের টানাটানিও। তাই নিউ নর্মালে আবার চাহিদা বাড়ছে সাবেকী প্রতিমার।করোনা আবহে সুষ্ঠুভাবে পুজো সারাটাই চ্যালেঞ্জ। শুধু সংক্রমণের ভয়ই নয়। রয়েছে বাজেটের টানাটানিও। তাই নিউ নর্মালে আবার চাহিদা বাড়ছে সাবেকি প্রতিমার।
advertisement
2/4
কুমোরটুলির মৃৎশিল্পীরাও এবার বরাত পাচ্ছেন সাবেকি প্রতিমার। ফিরে আসছে বাংলা মুখের আর্টের ঠাকুর। ঠিক যেমনটা ছিল আগে।
advertisement
3/4
নেই থিমের ফরমায়েশ। বরাত আসছে ৮-১০ ফুটের ঠাকুরের। এক মৃৎশিল্পী বলেন, রাজবাড়িতে যেমন হয়, একচালার ঠাকুরের চাহিদাই এবার বেশি।
advertisement
4/4
তবে কুমোরটুলি খুশি কারণ দেরিতে হলেও কাজ আসছে, অর্ডার হচ্ছে। অন্য এক মৃৎশিল্পী আসলে, "সবারই তো বাজেটে ট়ান, সেই কারণেই আবার সেই বাংলা মুখের ঊমাকেই ঘরে তুলতে চায় সকলে। আমাদের হাঁড়ি চড়বে, তাতেই আমরা খুশি।" নিউনর্ম্যালে যখন সব বদলাচ্ছে, সর্বত্রই যখন থিম ব্যাক টু বেসিক, ঊমাই বা বাদ যাবেন কেন।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
বাজেটে কাঁচি তাই থিমপুজোয় ইতি, কুমোরটুলিতে শুধুই সাবেকি দুর্গার বরাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল