TRENDING:

আর কত প্রকৃতির মার! বানভাসি অসমে অথৈ জলে ২ লক্ষের বেশি মানুষ

Last Updated:
আমফানের ঘা শুকোচ্ছে না পশ্চিমবঙ্গের। প্রকৃতির মার অসমেও। বানভাসী ২ লক্ষের বেশি মানুষ। দেখুন ছবিতে।
advertisement
1/7
আর কত প্রকৃতির মার! বানভাসি অসমে অথৈ জলে ২ লক্ষের বেশি মানুষ
আরও খারাপ হল অসমের বন্যা পরিস্থিতি। অসম দুর্যোগ মোকাবিলা দফতরের (ASDMA) সূত্রে খবর মুহূর্তে ২ লক্ষ ৭২ হাজার মানুষ অসমে বন্যা দুর্গত।
advertisement
2/7
ধেমাজি, লক্ষ্মীপুর, নওগা, হাজই, দারং, বরপেটা, নলবাড়ি, গোয়ালপাড়া, পশ্চিম করবি , ডিব্রুগড়, তিনসুকিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়।
advertisement
3/7
শুধু গোয়ালপাড়াতেই ২ লক্ষ পনেরো হাজার মানুষ বন্যা কবলিত।
advertisement
4/7
জানা গিয়েছে ডিমা হাসাও অঞ্চলের চারটি গ্রামে বহু বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
5/7
পাশাপাশি ধসের কারণে শ্রমিক স্পেসাল ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়েছে।
advertisement
6/7
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বুধবার প্রশাসনিক কর্তাদের ত্রাণশিবিরে সমস্ত করোনা গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।
advertisement
7/7
গোষ্ঠী সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব সুনিশ্চিত করতে বলেছেন সর্বানন্দ সোনোয়াল।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
আর কত প্রকৃতির মার! বানভাসি অসমে অথৈ জলে ২ লক্ষের বেশি মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল