TRENDING:

শিশুদের শরীরে covid 19 সংক্রমণ রুখে দেবে এই ভ্যাকসিন! কাজ শুরু করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

Last Updated:
৫-১২ বছরের শিশুদের ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু ৷
advertisement
1/7
শিশুদের শরীরে covid 19 সংক্রমণ রুখে দেবে এই ভ্যাকসিন!
শিশুদের ওপর কোভিড-19 সংক্রমণ রুখতে পারবে ভ্যাকসিন? সেটাই এবার পরীক্ষা করে দেখার পালা। কাজ শুরু করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পোলিও, হেপাটাইটিস বি-র মতোই ভবিষ্যতে শিশুদের এই টিকা বাধ্যতামূলক হতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখে কাজ চালাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন টিম।
advertisement
2/7
৫-১২ বছরের শিশুদের ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু ৷ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ওপর অনেকটাই সদয় কোভিড-19। শিশুদের কোভিড আক্রান্ত হওয়ার হার অনেক কম।
advertisement
3/7
দুনিয়া জুড়ে চিকিৎসকদের একটি অংশ এই আশ্বাস দিচ্ছেন। তবে গবেষকরা বলছেন, কোভিড-19 ঘনঘন চরিত্র বদলাচ্ছে। যে কোনও সময় শিশুদের ক্ষেত্রেও বিপদ আসতে পারে। আর তাই প্রতিষেধক তৈরি হওয়া জরুরি।
advertisement
4/7
২ জুন থেকে ব্রিটেনে স্কুল খুলেছে। অক্সফোর্ডের কোভিড গবেষকদলের পরিকল্পনাও তৈরি। চলতি সপ্তাহেই কাজে নামছেন গবেষকরা ৷ প্রাথমিকভাবে ১৬০০ জন শিশুকে বাছাই করা হবে ৷ অন্তত ৮০ জন শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে পরীক্ষা চালাবে অ্যাস্ট্রাজেনেকা ৷
advertisement
5/7
অক্সফোর্ডে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে গবেষণার দিকে তাকিয়ে গোটা দুনিয়া। এখনও সেই গবেষণার চূড়ান্ত ফল আসতে অপেক্ষা করতে হবে। তার মধ্যে শিশুদের অভিভাবকরা কি এতবড় ঝুঁকি নেবেন?
advertisement
6/7
হয়তো নেবেন না, আর এটাই উচিত। গবেষকরাও সেটা জানেন। তাই স্কুল, রিক্রিয়েশন সেন্টারের গিয়ে প্রচার চালাবেন গবেষকরা। অভিভাবকদের বোঝানোর চেষ্টা করবেন। এক গবেষক জানাচ্ছেন, অভিভাবকদের নিজেকেই প্রশ্ন করতে হবে তাঁরা কী চান? শিশুদের নিরাপদে রাখতে ভ্যাকসিন চাইলে পরীক্ষার জন্য এগিয়ে আসা উচিত ৷
advertisement
7/7
শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষার নিয়মকানুন অত্যন্ত কড়া। স্বাস্থ্য দফতর ও ইউকে - মেডিক্যাল কাউন্সিলের অনুমতি পাওয়ার পরই ট্রায়াল চালানো সম্ভব।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
শিশুদের শরীরে covid 19 সংক্রমণ রুখে দেবে এই ভ্যাকসিন! কাজ শুরু করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল