করোনা ধরে দেবে ফেলুদা! মাত্র ৫০০ টাকায় টেস্ট কিট আনল TATA GROUP
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যেভাবে প্রেগন্যান্সি টেস্ট কিটগুলি কাজ করে, এই ফেলুদা কিটও একই ভাবে কাজ করবে৷
advertisement
1/8

করোনা পরীক্ষায় এবার দুই বাঙালি বিজ্ঞানীর তৈরি টেস্ট কিট বাজারে আনার অনুমতি পেল টাটা গোষ্ঠী৷ যে দুই বাঙালি বিজ্ঞানী এই টেস্ট কিট তৈরি করেছেন তাঁদের নাম শৌভিক মাইতি এবং দেবজ্যোতি চক্রবর্তী৷ সত্যজিৎ রায়ের সৃষ্টি করা বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার নামে এই টেস্ট কিটের নামকরণ করেছেন এই দুই বাঙালি বিজ্ঞানী৷
advertisement
2/8
দিল্লির কাউন্সির অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চেস ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টেগ্রেটিভ বায়োলজি (CSIR-IGIB)-এ এই টেস্ট কিট তৈরি করেছেন শৌভিক মাইতি এবং দেবজ্যোতি চক্রবর্তী৷ রবিবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া Feluda নামে এই টেস্ট কিট বাজারে আনার অনুমতি দিয়েছে৷ TATA Group এই টেস্ট কিট বাণিজ্যিক ভাবে বাজারে নিয়ে আসছে৷
advertisement
3/8
অত্যাধুনিক CRISPR প্রযুক্তি ব্যবহার করে এই টেস্ট কিট SAR-CoV-2 ভাইরাসের জেনোমিক সিকোয়েন্স নির্ণয় করবে৷ নতুন এই টেস্ট কিটের ফলাফল করোনা পরীক্ষায় ব্যবহৃত RT-PCR পদ্ধতির মতোই নিখুঁত হবে বলেও দাবি করা হচ্ছে৷ যদিও RT-PCR পদ্ধতির তুলনায় অনেক কম সময়ে এবং সহজে ও কম খরচে পরীক্ষার ফল মিলবে৷
advertisement
4/8
TATA CRISPR টেস্টেই বিশ্বে প্রথমবার করোনা ভাইরাস নির্ণয়ে Cas9 নামে বিশেষ এক ধরনের প্রোটিনের ব্যবহার করবে৷ CSIR-এর বিবৃতিতে এমনই দাবি করা হয়েছে৷
advertisement
5/8
বিবৃতিতে আরও দাবি বলা হয়েছে, 'ভবিষ্যতে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এই CRISPR প্রযুক্তি ব্যবহার করা যাবে৷ গোটা দেশে যাতে সহজে এবং কম খরচে করোনা পরীক্ষা করানো যায়, তার জন্য CSIR-IGIB এবং ICMR-এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে টাটা গোষ্ঠী৷ সম্পূর্ণ ভারতে তৈরি এই টেস্ট কিট নিরাপদ, নির্ভরযোগ্য, সস্তা এবং সহজে পাওয়া সম্ভব হবে৷'
advertisement
6/8
বর্তমানে RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষা করানোর জন্য বেসরকারি ল্যাবগুলিতে সর্বোচ্চ ৪৫০০ টাকা খরচ বেঁধে দেওয়া হয়েছে৷ সেখানে এই ফেলুদা পরীক্ষার খরচ পড়বে মাত্র ৫০০ টাকার মতো৷
advertisement
7/8
যেভাবে প্রেগন্যান্সি টেস্ট কিটগুলি কাজ করে, এই ফেলুদা কিটও একই ভাবে কাজ করবে৷ ল্যাবরেটরিতে স্ট্রিপের রং পরিবর্তনের মাধ্যমেই ফলাফল বোঝা সম্ভব হবে৷ ফলাফলও হবে ১০০ শতাংশ নির্ভুল৷
advertisement
8/8
FNCAS9 Editor Linked Uniform Detection Assay- একেই ছোট করে Feluda হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি বরাবরই ফেলুদার বড় ভক্ত৷ তাঁর স্ত্রীর মাথাতেই প্রথম টেস্ট কিটের এই নামকরণের ভাবনা আসে৷