TRENDING:

নোট গোণার সঙ্গেই হবে স্যানিটাইজ, নয়া যন্ত্র তৈরি করল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Last Updated:
লখনউয়ের এপিজি আব্দুল কালাম টেকিনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই যন্ত্রটি তৈরি করেছে৷
advertisement
1/5
নোট গোণার সঙ্গেই হবে স্যানিটাইজ, নয়া যন্ত্র তৈরি করল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
নোট থেকেও ছড়াতে করোনা সংক্রমণ৷ এমন আশঙ্কাতেও ভুগছেন অনেকে৷ কিন্তু নোট থেকে সংক্রমণ কীভাবে আটকানো যায়? অবশেষে এক নোটকেও জীবাণুমুক্ত করতে এক অভিনব যন্ত্র বের করল এক দল ছাত্র৷ Photo- ANI
advertisement
2/5
এই যন্ত্রের নোট গোণার সঙ্গে সঙ্গে নোটকে স্যানিটাইজও করা সম্ভব৷ লখনউয়ের এপিজি আব্দুল কালাম টেকিনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই যন্ত্রটি তৈরি করেছে৷
advertisement
3/5
অনুজ শর্মা নামে এক ছাত্র এবং তাঁর সহপাঠীরা এই যন্ত্র তৈরি করেছে৷ তাঁদের দাবি, মাত্র ১৪ থেকে ১৫ হাজার টাকায় এই যন্ত্র তৈরি করা সম্ভব৷ তবে বাণিজ্যিক প্রয়োজনে এর উৎপাদন করতে গেলে খরচ আর একটু বেশি পড়বে বলে দাবি ওই ছাত্রদের৷
advertisement
4/5
নোট গোণার সঙ্গে সঙ্গে সেগুলিকে জীবাণুমুক্ত করতে পারবে এই যন্ত্র৷ কারণ যন্ত্রের একদিকে স্যানিটাইজার লাগানো থাকছে৷ মিনিটে ২০০টি নোট গুণতে সক্ষম এই যন্ত্র৷ Representational Image
advertisement
5/5
এই মেশিনের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়েছে৷ প্রত্যেকেই মনে করছেন, এই যন্ত্র অত্যন্ত কার্যকরী এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
নোট গোণার সঙ্গেই হবে স্যানিটাইজ, নয়া যন্ত্র তৈরি করল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল