TRENDING:

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন|| আমজনতাকে ভ্যাকসিন দেওয়া শুরু রাশিয়ায়

Last Updated:
দিন কয়েকের ব্রিটেনে মধ্যেই গুরুতর রোগীকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করবে মার্কিন সংস্থা ফাইজার। তবে তারও আগে টিকা পাচ্ছে রাশিয়ার নাগরিকরা।
advertisement
1/5
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন|| আমজনতার টিকাকরণ শুরু রাশিয়ায়
করোনা আক্রান্ত বিশ্বকে চমকে দিয়ে করোনা ভ্যাকসিন এনেছিল রাশিয়া। এবার নজির সৃষ্টি করে গণবন্টনের কাজও শুরু করে দিল রাশিয়া। দিন কয়েকের ব্রিটেনে মধ্যেই গুরুতর রোগীকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করবে মার্কিন সংস্থা ফাইজার। তবে তারও আগে টিকা পাচ্ছে রাশিয়ার নাগরিকরা।
advertisement
2/5
কারা পাবেন এই ভ্যাকসিন? রাশিয়ান টাস্ক ফোর্স জানাচ্ছে ভ্যাকসিনের প্রথম গ্রহীতা হিসেবে বেছে নেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সমাজকর্মীদের।
advertisement
3/5
শনিবার রাশিয়ার মোট ৭০ টি কেন্দ্র থেকে টিকাকরণের কাজ শুরু হয়েছে। এক স্কুল শিক্ষক রয়টার্সকে এই প্রসঙ্গে জানান, তাঁর মোবাইলে একটি মেসেজ আসে সরকারের তরফে। সেখানে পরিষ্কার জানানো হয়, আপনি স্কুলে ছাত্র পড়ান, কোভিড ভ্যাকসিনের বিষয়ে আপনার অগ্রাধিকার কয়েছে। আপনি বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন।
advertisement
4/5
শুক্রবার মেয়র সের্গেই সোবানিন নিদের ওয়েবসাইটে লেখেন প্রথম পাঁচঘণ্টায় মোট ৫০০০ রাশিয়ান কোভিড যোদ্ধা নাম নথিভুক্ত করেছেন।
advertisement
5/5
স্পুটনিক ভ্যাকসিনের ডোজ মোট দুটি। প্রথম ডোজটি নেওয়ার ২১ দিনের মাথায় পরের ডোজটি নিতে হবে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন|| আমজনতাকে ভ্যাকসিন দেওয়া শুরু রাশিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল