Sputnik single dose vaccine in Kolkata: লাগবে না দুই বা তিন ডোজ, কামাল এক ডোজেই, পুজোর মরশুমেই কলকাতায় স্পুটনিক লাইট?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Sputnik single dose vaccine in Kolkata: বড় সুখবর দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। কলকাতাতেও শুরু হচ্ছে শেষ ধাপের স্পুটনিক লাইটের ট্রায়াল।-সব তথ্য -অভিজিৎ চন্দ
advertisement
1/6

বুধবার ডিসিজিআই করোনার সিঙ্গেল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইটের তৃতীয় ধাপের ট্রায়াল পরিচালনা করার জন্য ফার্মা কোম্পানি ড: রেড্ডি-কে অনুমোদন দিল। এই ধাপ পেরোলেই আসবে সুখবর। করোনা টিকার দুটি বা তিনটি ডোজ নয় , একটি ডোজেই বাজিমাত করবে স্পুটনিক লাইটের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। এই পরীক্ষা কলকাতায় শুরু হচ্ছে এই মাসের শেষের দিকেই।
advertisement
2/6
দেশের মোট ১০ টি হাসপাতালে ১৭৯ জন স্বেচ্ছাসেবক এর উপর এই গবেষণা করা হবে। ভারতে এই টিকার নির্মাণ করছে ডাঃ রেড্ডি’স ল্যাব এবং তারা আমাদের রাজ্যের তিনটি হাসপাতালকে নিবার্চিত করেছে এই গবেষণার জন্য।
advertisement
3/6
কলকাতায় রুবি জেনারেল হাসপাতাল, স্কুল অফ ট্রপিকাল মেডিসিন ও এনআরএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চলবে ট্রায়াল। প্রত্যেকটি হাসপাতাল থেকে মাত্র দুসপ্তাহের মধ্যে ১৮ জন স্বেচ্ছাসেবকের উপর এই টিকার ট্রায়াল করা হবে।
advertisement
4/6
হাসপাতাল গুলোর এথিক্স কমিটির অনুমোদন মিললেই শুরু হয়ে যাবে স্পুটনিক লাইটের ট্রায়াল। ২৮ দিনের পর্যবেক্ষণের রিপোর্ট সন্তোষজনক হলে পুজোর পরই টিকা চলে আসতে পারে বাজারে।
advertisement
5/6
রুশ ফর্মুলাতেই ভারতীয় কোম্পানি ডাঃ রেড্ডি’স তৈরি করবে স্পুটনিক লাইট। রাশিয়ায় এই টিকার কার্যকারিতা ৭৯.৪ শতাংশ বলে প্রমাণিত। অন্যান্য করোনা টিকায় যেমন ট্রায়ালের স্বেচ্ছাসেবকদের একাংশকে প্ল্যাসিবো বা স্যালাইন ওয়াটার দেওয়া হয়, এই পরীক্ষায় তা হবে না। অংশগ্রহণকারীরা সকলকেই পাবেন ভ্যাকসিন।
advertisement
6/6
করোনা টিকার এই রাজ্যের ফেলিসিটেটর স্নেহেন্দু কোনার জানাচ্ছেন, এই রাজ্যে স্পুটনিক ভি-এর প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল আমাদেরই রিসার্চ টিমই করেছিল এবং ডিসিজিআই অনুমোদনের পর ওই ভ্যাকসিনটি এখন রাজ্য তথা দেশে দেওয়া হচ্ছে। যেহেতু স্পুটনিক লাইট ভ্যাকসিনটি দেশীয় সংস্থা তৈরি করবে তাই মূল্যও কম হতে পারে। আর যেহেতু এই টিকাটির ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষা করতে হবে না তাই সকলেই খুব আগ্রহী হবে বলে আশা করি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Sputnik single dose vaccine in Kolkata: লাগবে না দুই বা তিন ডোজ, কামাল এক ডোজেই, পুজোর মরশুমেই কলকাতায় স্পুটনিক লাইট?