২৫ বছর বাদে বেলুড়ের প্রাঙ্গনে, চেনা মহারাজের এ অন্য এক মানবিক মুখ, দিলেন ২০০০ কেজি চাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিরন্নদের মুখে অন্ন তুলে দিতে ২০০০ কেজি চাল দাদা-র
advertisement
1/12

কথা রাখলেন দাদা। করোনা যুদ্ধে এবার পথে নামলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। মানুষ গৃহবন্দী। এইসময় সবথেকে বিপদে পড়েছেন গরীব ও দুঃস্থ মানুষজন। কাজকর্ম বন্ধ থাকায় দুবেলা ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তারা।
advertisement
2/12
কথা রাখলেন দাদা। করোনা যুদ্ধে এবার পথে নামলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। মানুষ গৃহবন্দী। এইসময় সবথেকে বিপদে পড়েছেন গরীব ও দুঃস্থ মানুষজন। কাজকর্ম বন্ধ থাকায় দুবেলা ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তারা।
advertisement
3/12
বুধবার দুপুরে বেলুড় মঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। 2000 কিলো চাল বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে তুলে দেন সৌরভ।
advertisement
4/12
বুধবার দুপুরে বেলুড় মঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। 2000 কিলো চাল বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে তুলে দেন সৌরভ। প্রান্তিক মানুষদের ত্রাণ বিলি করার জন্য এই চাল তুলে দিলেন মহারাজ।
advertisement
5/12
বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে সৌরভকে একটি বিবেকানন্দের মূর্তি উপহার দেওয়া হয়। ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। বেলুড়মঠে ঢোকার সময় সৌরভের মুখে মাস্ক পড়ে থাকতে দেখা।
advertisement
6/12
এ দিনের মতো বৃহস্পতি ও শুক্রবার শহরের বিভিন্ন জায়গায় দুঃস্থ মানুষদের চাল দিয়ে সাহায্য করবেন মহারাজ। বৃহস্পতিবার বিকেলে রাসবিহারী সংলগ্ন ভারত সেবাশ্রম সংঘে যাবেন সৌরভ। সেখান থেকেও লকডাউনের জেরে সমস্যায় পড়া প্রান্তিক মানুষদের চাল তুলে দেওয়া হবে সৌরভের তরফে। লকডাউনে ভিড় এড়াতে বেলুড় মঠ, ভারত সেবাশ্রমের মতো সংস্থার মাধ্যমে চাল বন্টন করছেন সৌরভ। মহারাজের দেওয়া চাল এইসব সংস্থাগুলো গরীবদের বন্টন করে দেবেন।
advertisement
7/12
শুক্রবার ইডেনে গার্ডেন্সে কয়েকটি এনজিওর হাতেও সৌরভের চাল তুলে দেওয়ার কথা। লকডাউনে বেহালার বাড়িতে নিজেকে গৃহবন্দী রেখেছেন সৌরভ। পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন দাদা। কখনও ক্যারাম খেলে কখনও সিনেমা দেখে দিনের বেশিরভাগ কাটাচ্ছেন সৌরভ।
advertisement
8/12
গত সপ্তাহে লকডাউনে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার জন্য ভিডিও বার্তা দিয়েছেন মহারাজ। কঠিন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা ছিল সৌরভে। সাধারণ মানুষকে ঘরে থাকতে অনুরোধ করেছেন তিনি। এর মাঝেই মানুষের পাশে দাঁড়াতে বাড়ি থেকে বের হলেন দাদা। তবে নিয়ম মেনে সৌরভের মুখে ছিল মাস্ক।
advertisement
9/12
▪️ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকার চাল দান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এক বেসরকারি চাল বিপণনকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই অনুদান করেছে মহারাজ। সরকারি স্কুল থেকে এই চাল বিলি করা হবে।
advertisement
10/12
▪️এর পাশাপাশি, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ দেশের সব রাজ্যের ক্রিকেট বোর্ডগুলির সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন৷
advertisement
11/12
▪️সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ইডেন গার্ডেন্সকে খুলে দেওয়া হবে আইসোলেশনের জন্য৷
advertisement
12/12
▪️এর আগেই সচেতনতার বার্তা দিয়েছেন সাধারণের জন্য৷ জানিয়েছেন যে লকডাউনের সরকারি সিদ্ধান্ত সকলের মেনে চলা উচিৎ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
২৫ বছর বাদে বেলুড়ের প্রাঙ্গনে, চেনা মহারাজের এ অন্য এক মানবিক মুখ, দিলেন ২০০০ কেজি চাল