TRENDING:

লকডাউন! সিঁথির সিঁদুর মুছে স্বামীর শেষকাজ করলেন স্ত্রী নিজেই, ভিডিও কলে দেখলেন ছেলে

Last Updated:
স্বামী সদ্য চলে গিয়েছেন, ছেলেও পাশে নেই...অসহায় মহিলার হাহাকার...
advertisement
1/5
লকডাউন!সিঁথির সিঁদুর মুছে স্বামীর শেষকাজ করলেন স্ত্রী নিজেই,ভিডিওকলে দেখলেন ছেলে
▪️ লকডাউনে আকটে পড়েছেন সকলে৷ বাড়ির বাইরে আসার কোনও উপায় নেই৷ আর এরমধ্যেই ঘটে গেল চরম বিপদ৷ বাবার মৃত্যুতেও শেষ দেখা হল না ছেলের৷
advertisement
2/5
▪️ ছেলে আটকে রয়েছেন গুজরাতে৷ লকডাউনের ফলে তেলেঙ্গানায় বাড়ি পৌঁছতে পারেননি৷
advertisement
3/5
▪️ বাবা ছিলেন অসুস্থ৷ আর এই সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার৷ কিন্তু ছেলে তো নিরুপায়ে৷ কোনও ভাবেই বাবার শেষকৃত্য করতে গ্রামে আসতে পারবেন না৷
advertisement
4/5
▪️ সদ্য সিঁথির সিঁদুর মুছে গিয়েছে স্ত্রী৷ ভেঙেছে হাতের শাঁখা-পলা৷ আর এরমধ্যেই কঠিন বাস্তবের মুখে পড়তে হল তাকে৷ ছেলে আসতে পারবেন না৷ তাই বাধ্য হয়েই স্বামীর মুখে আগুন দিতে হল স্ত্রীকেই৷
advertisement
5/5
▪️ আর গোটা ঘটনা ছেলে দেখলেন ভিডিও কলে৷ কাঁদতে কাঁদতে, চোখের জলে ভেসে ভিডিও কলেই ধরা পড়ল ছেলের দুর্দশার ছবি৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
লকডাউন! সিঁথির সিঁদুর মুছে স্বামীর শেষকাজ করলেন স্ত্রী নিজেই, ভিডিও কলে দেখলেন ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল