হাত চুলকোচ্ছে বা পিঠে লাল র্যাশ! এই চর্মরোগও হতে পারে করোনা সংক্রমণের উপসর্গ, নয়া গবেষণায় চাঞ্চল্যকর দাবি
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এখনই হন সাবধান। এটা করোনা সংক্রমণের নতুন উপসর্গ। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে লন্ডনের কিংস কলেজের গবেষণা।
advertisement
1/7

ভ্যাকসিন হাতে নেই। অজানা শত্রুর সঙ্গে প্রতিদিন লড়ছে বিশ্ববাসী। তার মধ্যেই নতুন আশঙ্কা। চর্মরোগও হতে পারে করোনা সংক্রমণের উপসর্গ। গবেষণায় দাবি কিংস কলেজের।
advertisement
2/7
সকালে ঘুম থেকে উঠে চোখের তলায় নজর। হালকা লালচে র্যাশ। কিংবা হাতের আঙুল হঠাৎ করে খুব চুলকোচ্ছে। আমল দিচ্ছেন না তো? এখনই সাবধান। এটা করোনা সংক্রমণের নতুন উপসর্গ। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে লন্ডনের কিংস কলেজের গবেষণা।
advertisement
3/7
এতদিন করোনা সংক্রমণের প্রধান তিনটি উপসর্গ ছিল জ্বর, সর্দি-কাশি, গন্ধ-স্বাদ না পাওয়া। এবার তার সঙ্গে যোগ হচ্ছে চর্মরোগও। নয়া গবেষণার দাবির পর এখন করোনা সংক্রমণের উপসর্গ, জ্বর, সর্দি-কাশি, গন্ধ-স্বাদ না পাওয়া, হঠাৎ চর্মরোগ ৷
advertisement
4/7
সম্প্রতি ইংল্যান্ডে স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ ব্যবহারকারীদের নিয়ে ও অনলাইনে দু’টি সমীক্ষা চালান কিংস কলেজের গবেষকরা। তাতেই উঠে এসেছে, ৮.৮% করোনা আক্রান্ত রোগীর অন্যান্য উপসর্গের মধ্যে চর্মরোগও রয়েছে। অনলাইনে বারো হাজার মানুষের মধ্যে চলা সমীক্ষায় পাওয়া যায়, ২১% করোনা আক্রান্ত রোগীর চর্মরোগই একমাত্র উপসর্গ। আবার ১৭% করোনা আক্রান্ত রোগীর প্রথম উপসর্গ ছিল চর্মরোগ।
advertisement
5/7
করোনার সংক্রমণে কোন কোন জায়গায় চর্মরোগ দেখা দিতে পারে তার প্রাথমিক তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে, হাত, পায়ের তলা, ঠোঁট, চোখের তলায় সমস্যা দেখা দিতে পারে। কনুই, হাঁটুর চারপাশ, পায়ের তলায়ও চর্মরোগ হতে পারে। হাত ও পায়ের আঙ্গুলেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে।
advertisement
6/7
তাই আগেভাগে সাবধান করছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, শরীরে কোথাও হঠাৎ চর্মরোগ দেখা দিলে গাফিলতি করা চলবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে কোভিড টেস্ট করাতে হবে।
advertisement
7/7
হাতে ভ্যাকসিন নেই। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র পালটাচ্ছে অজানা শত্রু। করোনার থেকে বাঁচতে তাই সতর্কতাই প্রথম অস্ত্র।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
হাত চুলকোচ্ছে বা পিঠে লাল র্যাশ! এই চর্মরোগও হতে পারে করোনা সংক্রমণের উপসর্গ, নয়া গবেষণায় চাঞ্চল্যকর দাবি