Coronavirus Vaccine: করোনা ফের বাড়ছে, ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেও কি মাস্ক পরতে হবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। তারই সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেশে করোনার ভ্যাকসিন (Coronavirus Vaccine) নেওয়া মানুষের সংখ্যা।
advertisement
1/6

দেশের দৈনিক করোনা সংক্রমণ শুক্রবারের তুলনায় কিছুটা বাড়ল শনিবার। বাড়লেও তা ৪০ হাজারের নীচেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। তারই সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেশে করোনার ভ্যাকসিন (Coronavirus Vaccine) নেওয়া মানুষের সংখ্যা।
advertisement
2/6
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য এজেন্সি সেন্টারস ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC) তরফে গত ১৩ মে, ২০২১ ঘোষণা করা হয়েছিল, সে দেশে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয় এবং সামাজিক দূরত্ব রাখার ক্ষেত্রেও কোনও কড়াকড়ি নেই। বিপুল পরিমাণে নাগরিকের ভ্যাকসিনের দুই ডোজ হওয়ার ফলেই এমন সিদ্ধান্ত নিয়েছিল সিডিসি। যদিও ফের আমেরিকায় দাপট বাড়াতে শুরু করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ফলে মাস্ক পরা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেই যাচ্ছে।
advertisement
3/6
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া, ইজরায়েল, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, ভুটানেও জনসমক্ষে মাস্ক পরার ক্ষেত্রে বিধিনিষেধ হাল্কা করা হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের কালবেলায় মাস্ক পরে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ। সঙ্গে বিশ্বজুড়েই ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে, যা প্রথম ধরা পড়েছিল ভারতে।
advertisement
4/6
তবে আমেরিকায় সিডিসি মাস্ক পরা এখনও পুনরায় বাধ্যতামূলক করেনি। তবে মাস্ক পরা তুলে নিয়েছিল প্রথম ইজরায়েল। গত এপ্রিলে দেশের সবচেয়ে কম করোনা রোগী এবং প্রায় ৭০ শতাংশ নাগরিকের ভ্যাকসিন হয়ে যাওয়ার পরই এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। চিনেও কড়া লকডাউনের পর মাস্ক পরা তুলে নেওয়া হয়।
advertisement
5/6
তবে ভারতের ক্ষেত্রেও কি যাঁরা করোনাভাইরাসের টিকার দু'টি ডোজই পেয়ে গিয়েছেন, তাঁরা মাস্ক পরা বন্ধ করতে পারবেন? সরকারের তরফে কিন্তু এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। বরং, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার বিধিনিষেধ হাল্কা করা হলেও, মাস্ক পরা এখনও বাধ্যতামূলক।
advertisement
6/6
দেশের ১৩০ কোটি বাসিন্দার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৮ কোটি মানুষ পুরোপুরি করোনার ভ্যাকসিন পেয়েছেন। ফলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া করোনার বিধিনিষেধ না মানার কোনও কারণে এ দেশে এখনও নেই।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Coronavirus Vaccine: করোনা ফের বাড়ছে, ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলেও কি মাস্ক পরতে হবে?