দেশের প্রত্যেককে ভ্যাকসিন দিতে ৮০ হাজার কোটি খরচ করতে পারবে সরকার? প্রশ্ন SII কর্তার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদন করার জন্য AstraZeneca-র সঙ্গে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট৷
advertisement
1/5

গোটা দেশের সব মানুষের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া এবং টিকাকরণের জন্য কি ৮০ হাজার কোটি টাকা খরচ করতে তৈরি কেন্দ্রীয় সরকার? শনিবার এই প্রশ্নই তুললেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা৷
advertisement
2/5
প্রধানমন্ত্রীর দফতরের উদ্দেশ ট্যুইট করে এ দিন আদর পুনাওয়ালা লিখেছেন, 'আগামী এক বছরে কি ৮০ হাজার কোটি টাকার বন্দোবস্ত করতে পারবে কেন্দ্রীয় সরকার? কারণ দেশের প্রত্যেকের জন্য প্রতিষেধক কিনে তা সরবরাহ ও টিকাকরণের জন্য এই পরিমাণ অর্থই প্রয়োজন হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের৷ এবার এই চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করব, সেটাই এখন প্রধান চিন্তা৷'
advertisement
3/5
পুনের সিরাম ইনস্টিটিউট বিশ্বের সবথেকে বড় ভ্যাকিসনের উৎপাদক৷ করোনা ভাইরাসের একাধিক ভ্যাকসিন উৎপাদনের দায়িত্বেও রয়েছে এই সংস্থা৷ তার মধ্যে অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন৷ করোনার প্রতিষেধক হিসেবে এই ভ্যাকসিনটি নিয়েই গোটা বিশ্বে সবথেকে বেশি চর্চা চলছে৷ দেশে এই ভ্যাকসিনেক ক্লিনিক্যাল ট্রায়ালও চালাচ্ছে সিরাম ইনস্টিটিউট৷
advertisement
4/5
করোনা ভাইরাস ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদন করার জন্য AstraZeneca-র সঙ্গে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট৷ অন্যদিকে গত অগাস্ট মাসে মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা Novavax-এর সঙ্গে ভারতের মতো অল্প আয়ের দেশগুলির জন্য ওই সংস্থার তৈরি ১০০ কোটি ভ্যাকসিন উৎপাদনের জন্য চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট৷ সম্প্রতি সেই চুক্তিতে পরিবর্তন করে বছরে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের জন্য দু' পক্ষের চুক্তি হয়েছে৷
advertisement
5/5
গত মে মাসে দেশে করোনার প্রতিষেধক তৈরি এবং গবেষণা কাজে সাহায্যের জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
দেশের প্রত্যেককে ভ্যাকসিন দিতে ৮০ হাজার কোটি খরচ করতে পারবে সরকার? প্রশ্ন SII কর্তার