TRENDING:

প্রথম করোনার ভ্যাকসিন 'Sputnik V' নিতে আগ্রহী ভারতও, দাবি রাশিয়ার

Last Updated:
মঙ্গলবার স্পুটনিক ভি ('Sputnik V')-র কথা জনসমক্ষে ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ পূর্ণ মাত্রায় ভ্যাকসিনের উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু হবে৷
advertisement
1/6
প্রথম করোনার ভ্যাকসিন 'Sputnik V' নিতে আগ্রহী ভারতও, দাবি রাশিয়ার
•রাশিয়ায় তৈরি করোনা ভ্যাকসিন নিতে আগ্রহ দেখিয়েছে ভারত, এমনই দাবি রাশিয়ার৷ বিশ্বের মোট ২০টি দেশ তাদের থেকে করোনার টীকা নিতে আবেদন জানিয়েছে৷ যার মধ্যে ভারতও রয়েছে৷ জানিয়েছে রাশিয়া৷
advertisement
2/6
•২ মাসেরও কম সময়ে মানব শরীরে পরীক্ষার পরেই করোনার প্রথম ভ্যাকসিনের ঘোষণা করেন পুতিন৷ তিনি জানান, স্পুটনিক ভি ভ্যাকসিন সব প্রয়োজনীয় পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে৷ যদিও ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা৷
advertisement
3/6
•তবে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন, তাঁর স্বাস্থ্যমন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই।
advertisement
4/6
•যদিও এর ক্লিনিক্যাল ট্রায়েল শেষ পর্যায়ে চলবে৷ বুধবারই তা শুরু হচ্ছে যা কমপক্ষে ২হাজার জনের ওপর পরীক্ষা হবে৷ পূর্ণ মাত্রায় ভ্যাকসিনের উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু হবে৷
advertisement
5/6
•রাশিয়ার RDIF সভরেইন ওয়েল্থ ফান্ড-এর প্রধান কাইরিল দিমিত্রিভ জানিয়েছেন, ইতিমধ্যেই বিশ্বের ২০টি দেশ রাশিয়ার কাছ থেকে মোট ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের আবেদন করেছে৷ ভারতও সেই তালিকায় রয়েছে৷
advertisement
6/6
•তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়েলের জন্য রাজি হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রাজিল, ভারত, ফিলিপিন্স এবং অন্য বেশ কয়েটি দেশের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছে রাশিয়া৷ ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব, তুর্কি, কিউবা৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
প্রথম করোনার ভ্যাকসিন 'Sputnik V' নিতে আগ্রহী ভারতও, দাবি রাশিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল