নুন জলে কমতে পারে করোনার বিপদ? গবেষকরা সহজেই দেখাচ্ছেন করোনা মুক্তির আশা
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
দেখে নিন, কী বলছেন গবেষকরা
advertisement
1/5

• ভারতের মতো মৌসুমী বায়ুর দেশে বৃষ্টি ও আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে ঠান্ডা লেগে গলা বসে যাওয়া বা সর্দি, কাশি খুব স্বাভাবিক রোগ। আর তারই হাতে কলমে ওষুধ হল গার্গেল করা। নুন জলে। আর সেই ওষুধেই নাকি কমতে পারে করোনা প্রকোপ। (প্রতীকী চিত্র)
advertisement
2/5
• এমন আশা নিয়েই গবেষণা শুরু করেছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা বলছেন নুন জল নাক দিয়ে টানলে ও গার্গেল করলে অনেক সময়ে কাশি কমে যায়, নাক বন্ধ থাকে না, তাড়াতাড়ি রোগী সেরে ওঠেন। (প্রতীকী চিত্র)
advertisement
3/5
• Edinburgh and Lothians Viral Intervention Study–নামে একটি গবেষণার জন্য, যাঁদের দু’দিনের বেশি ঠান্ডা লাগার কারণে অসুস্থতা রয়েছে, তাঁদের দু’দলে ভাগ করা হয়। একদলকে নুন জলে গার্গেল করতে বলা হয়। (প্রতীকী চিত্র)
advertisement
4/5
• সেখানেই দেখা যায়, যাঁরা নুন জলের ব্যবহার করেছেন, তাঁরা অতি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তাঁরা কেউ কোভিডে আক্রান্ত না হলেও এমনি ঠান্ডা লাগার রোগ তাঁদের সেরে গিয়েছে। গবেষকরা মনে করছেন, এই নুন জল কোভিড আক্রান্তদেরও এই প্রাথমিক সমস্যার অনেকটা সমাধান করতে পারে। তাঁদের মনে হয়, এর ফলে ভাইরাসের শক্তিও কিছুটা কমতে পারে। (প্রতীকী চিত্র)
advertisement
5/5
• গবেষক দলের সদস্য প্রফেসর আজিজ শেখ জানিয়েছেন, এবার করোনা আক্রান্তদের সুস্থ করার পথে তাঁরা নুন জলের ব্যবহার শুরু করতে চলেছেন। তাঁরা মনে করছেন, এতে শরীরে ভাইরাসের প্রকোপ কিছুটা কমবে, আবার ছড়িয়ে পড়াও কিছুটা রোধ করা যাবে। (প্রতীকী চিত্র)