TRENDING:

প্রতিশোধ নিচ্ছে প্যাঙ্গোলিন? করোনা ভাইরাস মনে করাচ্ছে মানুষের ভয়াবহ পাপ

Last Updated:
কোভিড-১৯ এর সঙ্গে ৯০ ভাগেরও বেশি সাযুজ্য রয়েছে প্যাঙ্গোলিনের শরীরে থাকা ভাইরাসের। তাহলে কি প্রতিশোধ নিচ্ছে এই নিরীহ প্রাণী? কিন্তু কীসের?
advertisement
1/6
প্রতিশোধ নিচ্ছে প্যাঙ্গোলিন? করোনা ভাইরাস মনে করাচ্ছে মানুষের ভয়াবহ পাপ
বহু আন্তর্জাতিক গবেষণাই বলছে করোনা ভাইরাসের সঙ্গে জোরালো সম্পর্ক রয়েছে প্যাঙোলিনের। কোভিড-১৯ এর সঙ্গে ৯০ ভাগেরও বেশি সাযুজ্য রয়েছে প্যাঙ্গোলিনের শরীরে থাকা ভাইরাসের। তাহলে কি প্রতিশোধ নিচ্ছে এই নিরীহ প্রাণী? কিন্তু কীসের
advertisement
2/6
ভারত, চিন-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে দেখা যায় প্যাঙ্গোলিন।
advertisement
3/6
জঙ্গলের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এই নিরীহ জীব।
advertisement
4/6
গত কয়েক দশকে ধ্বংস করা হয়েছে এই নিরীহ প্রাণটিকে। কোটি কোটি টাকার বিনিময়ে চোরাচালান করা হয়েছে তার আঁশ, নখ। এখন প্যাঙ্গোলিন বিলুপ্তপ্রায় জীব
advertisement
5/6
চিন, ভিয়েতনামের মতো দেশে তো অবাধেই বিক্রি হয় প্যাঙ্গোলিনে্র মাংস।
advertisement
6/6
চিনারা বিশ্বাস করেন প্যাঙ্গোলিনের আঁশে অলৌকিক ক্ষমতা আছে। তাই দিয়ে সারানো যায় হাঁপানি, ক্যানসারের মতো অসুখও। কিন্তু বাস্তবে কোরোটিন ছাড়া কিছুই নেই এই প্রাণীটির আঁশে
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
প্রতিশোধ নিচ্ছে প্যাঙ্গোলিন? করোনা ভাইরাস মনে করাচ্ছে মানুষের ভয়াবহ পাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল