পরণে কালো অন্তবার্স, ক্যামেরার সামনেই পা উল্টে পরলেন টি শার্ট, সুপারহট নায়িকার ছবি ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেও শিরোনাম ছিনিয়ে নিয়ে যাচ্ছেন বলিসুন্দরীরা
advertisement
1/7

বলিউডের উঠতি নায়িকা রকুলপ্রীত সিংয়ের রূপে মজে তাঁর লম্বা ফ্যান -ফলোয়াররা ৷ তবে বাকিদের মতো এখন কোয়ারেন্টাইনে কাটাচ্ছেন রকুলপ্রীত ৷ আর সেখান থেকেই সামনে এল এমন জিনিস যাতে ক্লিন বোল্ড তাঁর ফ্যান ফলোয়াররা ৷ Photo- File
advertisement
2/7
পোশাক কি শুধু একভাবেই পরা যায়, মোটেই না ! রকুলপ্রীত সিংয়ের শারীরিক কসরত দেখলে নিজের চিরাচরিত প্রথায় পোশাক পরা ভুলে যাবেন ৷ Photo- Rakulpreet Singh / Instagram Handle
advertisement
3/7
হাতের ওপর গোটা শরীরের ভর দিয়ে দেওয়ালে তুলে দিয়েছেন রাকুল প্রীত সিং৷ এই অবস্থায় এক হাতে টি শার্ট ধরে রয়েছেন রকুল ৷ Photo- Rakulpreet Singh / Instagram Handle
advertisement
4/7
হাতের ওপর ভর দিয়ে টিশার্টি একটি করে হাত গলিয়েছেন রকুলপ্রীত ৷ পা কিন্তু একেবারে টানটান করে দেওয়ালেই তুলে রাখা ৷ Photo- Rakulpreet Singh / Instagram Handle
advertisement
5/7
আস্তে আস্তে দুটো হাত গলানোর পর টি শার্টটা শরীরের ওপর দিয়ে মেলতে থাকেন ৷ Photo- Rakulpreet Singh / Instagram Handle
advertisement
6/7
আর পুরো কাজটা করার পর মাটিতে পা নামিয়ে একেবারে আনন্দে ভেসে যান সুন্দরী রকুলপ্রীত সিং৷ Photo- Rakulpreet Singh / Instagram Handle
advertisement
7/7
এরপর রাকুলপ্রীত সিং নিয়মিত ছবি পোস্ট করেন ৷ তবে সব সময়েই সেই ছবি লাস্য ভরা হয় তা নয়, নিজের দায়িত্বপালনও যে সঠিকভাবে করছেন সেখানে পরিবারের সঙ্গে ছবি পোস্টও করেন রাকুল প্রীত ৷ Photo- Rakulpreet Singh / Instagram Handle
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
পরণে কালো অন্তবার্স, ক্যামেরার সামনেই পা উল্টে পরলেন টি শার্ট, সুপারহট নায়িকার ছবি ভাইরাল