সংক্রমণের ভয় শিকেয়, কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যেই মহিলাকে রাতভর লাগাতার গণধর্ষণ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
স্থানীয় তিন অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠান হয়েছে। পাশাপাশি, অভিযোগকারী মহিলার শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে কোয়ারেন্টাইন সেন্টারেই রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
advertisement
1/7

*মহামারীর দাপটে দেশবাসী আতঙ্কিত। কিন্তু তার মধ্যে একের পর এক ঘোতে চলেছে ধর্ষণ, শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার মত ঘটনা। সেই তালিকায় নয়া সংযোজন রাজস্থান। তবে এবারের ঘটনার পাশবিকতায় শিহরিত দেশ। কারণ ঘটনাটি ঘটেছে কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
2/7
*লক ডাউনের জেরে একটি স্কুলে রাখা হয় তাঁকে। সেখানে তিন জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগকারী মহিলার বয়ানের ভিত্তিতে ঋষিকেশ মীনা, লক্ষ্মণ রেগার এবং কমল খারওয়াল নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।
advertisement
3/7
*পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই মহিলার ছেলে নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত। পকসো আইনে মামলা চলছে তার বিরুদ্ধে। সম্প্রতি দৌসা জেল থেকে সওয়াই মাধোপুরে সরিয়ে আনা হয়েছে তাঁকে। সেই মামলায় নাম জড়িয়েছিল অভিযোগকারীরও। জেল খাঁটার পর ২০১৯ সালের মার্চে তাঁকে মুক্তি দেয় আদালত। কিন্তু ছেলে জেলেই রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
4/7
*প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ছেলের সঙ্গে দেখা করতে নিয়মিত জেলে যেতেন তিনি। ছেলের সঙ্গে দেখা করতেই গত মাসে সওয়াই মাধোপুরে যান। কিন্তু লক ডাউনের জেরে জয়পুরে ফিরতে পারেননি। সেখানেই বাড়ি ভাড়া করে থাকছিলেন। প্রতীকী ছবি।
advertisement
5/7
*বৃহস্পতিবার তিনি ঠিক করেন হেঁটেই ফিরবেন জয়পুরের বাড়িতে। সেই মত বেরিয়েও হাঁটাও শুরু করেন। কিন্তু বিকেল হয়ে যাওয়ায় তিনি রাস্তাও হারিয়ে ফেলেন। প্রতীকী ছবি।
advertisement
6/7
*সেই সময় তাঁকে আটকান পুলিশ আধিকারিকরা। শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে নিকটবর্তী সরকারী স্কুলে তৈরি হওয়া কোয়ারেন্টাইন সেন্টারে পাঠান হয়। এমনকী তাঁর খাবারেরও ব্যবস্থা করা হয়।অভিযোগ সেখানে থাকা তিনজন মিলে তাঁকে গণ ধর্ষণ করে। শুক্রবার সকালে বতোড় থানায় অভিযোগ জানান তিনি। প্রতীকী ছবি।
advertisement
7/7
*সওয়াই মাধোপুরের পুলিশ সুপার পার্থ শর্মা বলেন, "স্থানীয় তিন অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠান হয়েছে। পাশাপাশি, অভিযোগকারী মহিলার শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে কোয়ারেন্টাইন সেন্টারেই রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পরীক্ষার রিপোর্ট মেলেনি। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
সংক্রমণের ভয় শিকেয়, কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যেই মহিলাকে রাতভর লাগাতার গণধর্ষণ