TRENDING:

COVID19 Vaccine: ভ্যাকসিনের ঘাটতি, বেসরকারি কেন্দ্রে টিকাকরণ বন্ধ করল BMC

Last Updated:
বৃহন মুম্বই কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলি৷ কারণ ভ্যাকসিন ডোজে ঘাটতি রয়েছে মহারাষ্ট্রে৷
advertisement
1/6
COVID19 Vaccine: ভ্যাকসিনের ঘাটতি, বেসরকারি কেন্দ্রে টিকাকরণ বন্ধ করল BMC
•মহারাষ্ট্রে সপ্তাহান্তের লকডাউন (Mumbai Lockdown) শুরু হয়েছে৷ তার মধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে বৃহন মুম্বই কর্পোরেশন (BMC)৷ জানানো হয়েছে যে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সমস্ত বেসরকারি (Private Vaccine Centre) কেন্দ্রে বন্ধ থাকবে টিকাকরণ কর্মসূচী৷ কারণ মহারাষ্ট্রে ভ্যাকসিন ডোজের ঘাটতি পড়েছে৷ জানিয়েছেন পুরসভা৷ তাই বেসরকারি কেন্দ্র বা হাসপাতাল যেখানে করোনা টিকাকরণ প্রক্রিয়া চলছিল, সেগুলিকে আপাতত বন্ধ রাখা হয়েছে৷ তবে সরকারি হাসপাতালে চলবে টিকাকরণ৷
advertisement
2/6
•জানানো হয়েছে যে, কোভিড ১৯ ভ্যাকসিন (insufficient COVID19 Vaccine) রাজ্যে পর্যাপ্ত নেই৷ তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ১০, ১১ এবং ১২ এপ্রিল বেসরকারি কেন্দ্র টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে৷
advertisement
3/6
•তবে দ্রুত ভ্যাকসিনের ডোজ আনানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে বেসরকারি কেন্দ্রেও ফের চালু করা যায় ভ্যাকসিনেশন৷ জানিয়েছে মুম্বই পুরসভা৷
advertisement
4/6
•সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে ১০ এপ্রিল শনিবার দুপুর ১২ থেকে সন্ধে ৬টা পর্যন্ত এবং ১১ এপ্রিল সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকাকরণ৷ এই সময় কার্ফু চললেও হাসপাতালে আসতে বিশেষ ছাড়া পাবেন মানুষজন৷ কেইএম হাসপাতাল, নায়র হাসপাতাল, রাজওয়াড়ি হাসপাতাল, মহিম মেটার্নিটি হাসপাতাল এবং বিকেসি জাম্বো কোভিড সেন্টারে টিকা পাওয়া যাবে৷
advertisement
5/6
•মুম্বই শহরে করোনার (Mumbai corona) প্রকোপ সবথেকে বেশি৷ শুক্রবার ৯২০২ জন সংক্রমিত হয়েছেন৷ মুম্বই শহর ও আশপাশের এলাকায় ১৮৪০৮জন করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ৫২৷ এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৪৫৯৮০ এবং মোট মৃত্যু হয়েছে ২০৯৩৯জনের৷
advertisement
6/6
•এরই মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত৷ মূলত যে সব রাজ্যে বিরোধী দলের সরকার, সেই সব রাজ্য থেকে অভিযোগ উঠছে সঠিক পরিমাণে ভ্যাকসিন না পৌঁছনোর৷ যদিও সেই অভিযোগ খারিজ করেছে কেন্দ্র৷ জানানো হয়েছে যে, সম বন্টনের মাধ্যমেই সব রাজ্যে পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিনের ডোজ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
COVID19 Vaccine: ভ্যাকসিনের ঘাটতি, বেসরকারি কেন্দ্রে টিকাকরণ বন্ধ করল BMC
Open in App
হোম
খবর
ফটো
লোকাল