TRENDING:

করোনা আক্রান্ত কনিকা কাপুরের প্রেমিক লুকিয়ে কোথায়? আতঙ্কিত মানুষের প্রশ্ন

Last Updated:
advertisement
1/5
করোনা আক্রান্ত কনিকা কাপুরের প্রেমিক লুকিয়ে কোথায়? আতঙ্কিত মানুষের প্রশ্ন
▪দেশে ফিরে যে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন কনিকা কাপুর, এখন তাকেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ৷ কারণ তার শরীরেও করোনার জীবাণু ঢুকে পড়েছে কিনা, তাই দেখা হবে৷ কনিকা কাপুর করোনা আক্রান্ত হওয়ার পরই ছড়িয়েছে আতঙ্ক৷
advertisement
2/5
▪যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যেও এই রোগ বাসা বাঁধতে পারে বলেই আশঙ্কা৷ তারপর ওপর লন্ডন থেকে দেশে ফিরে তিনি আবার জমকালো পার্টি দিয়েছিলেন৷ ইতিমধ্যেই কনিকার কাছাকাছি এসেছিলেন এমন ২৬০ জন মানুষকে চিহ্নিত করা হয়েছে৷
advertisement
3/5
▪তবে তার সবথেকে ঘনিষ্ট যিনি ছিলেন সেই ব্যবসায়ী বন্ধু ওজস দেশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷
advertisement
4/5
▪লখনউয়ের যে বিলাশবহুল হোটেলে পার্টি দিয়েছিলেন কনিকা, সেই পার্টিতে ভীষণভাবে উপস্থিত ছিলেন এই বিশেষ বন্ধু৷ তিনি মুম্বইয়ে থাকেন৷ তবে তার নির্দিষ্ট ঠিকানা পাওয়া যাচ্ছে না৷
advertisement
5/5
▪কনিকা কাপুর আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন৷ শারীরিক ও মানসিকভাবে তিনি এমনিতেই বিপর্যস্ত৷ তাই বন্ধুর খোঁজ-ঠিকানা নিয়ে তাকে বেশি প্রশ্ন করতে চাইছেন না চিকিৎসরা৷ এই অবস্থায় ওজসকে খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়ছে৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত কনিকা কাপুরের প্রেমিক লুকিয়ে কোথায়? আতঙ্কিত মানুষের প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল