TRENDING:

করোনায় মৃত্যু কোনও ভাবেই আটকাতে পারে না প্লাজমা থেরাপি! জানিয়ে দিল ICMR-এর সমীক্ষা

Last Updated:
মোট ৩৯টি হাসপাতালে ৪৬৪ জনের উপর এই পরীক্ষা চলেছিল এই সমীক্ষায়। এর আগেও এই বিষয়ে দু'টি সমীক্ষা শুরু হয়েছিল। কিন্তু তা সম্পূর্ণ হয়নি। আইসিএমআর-এর সমীক্ষায় এ যাবৎকালের সবচেয়ে বড় পূর্ণাঙ্গ কন্ট্রোল ট্রায়াল।
advertisement
1/5
করোনায় মৃত্যু কোনও ভাবেই আটকাতে পারে না প্লাজমা থেরাপি! বলছে ICMR-এর সমীক্ষা
দেশের শীর্ষ চিকিৎসা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, করোনায় মৃত্যু ঠেকাতে প্লাজমা থেরাপির কোনও ভূমিকা নেই।
advertisement
2/5
Medrxiv নামক স্বাস্থ্যবিজ্ঞান সার্ভারে গতকাল প্রকাশিত হয়েছে এই সমীক্ষার রিপোর্ট। সেখানে গবেষকরা বলছেন, করোনার মৃত্যুহার কমাতে বা মরণাপন্ন কোভিড রোগীকে বাঁচানোর সঙ্গে কোনও সম্পর্ক নেই কনভালসেন্ট প্লাজমা থেরাপির।
advertisement
3/5
কনভালসেন্ট প্লাজমা থেরাপিতে একজন সেরে ওঠা করোনা রোগীর প্লাজমা আক্রান্তের দেহে চালান করা হয়। চিকিৎসকদের একাংশ মনে করেন ওই প্লাজমায় থাকা অ্যান্টিবডি রোগীর প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বড়িয়ে দেয়।
advertisement
4/5
আইসিএমআর-এর এই প্লাজমা থেরাপি সমীক্ষার নাম দেওয়া হয়েছিল প্লাসিড। এটিই বিশ্বের প্রথম এতবড় কন্ট্রোলড ট্রায়াল যেখানে র‍্যান্ডাম নমুনা সংগৃহিত হয়েছিল।
advertisement
5/5
মোট ৩৯টি হাসপাতালে ৪৬৪ জনের উপর এই পরীক্ষা করা হয়েছিল।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনায় মৃত্যু কোনও ভাবেই আটকাতে পারে না প্লাজমা থেরাপি! জানিয়ে দিল ICMR-এর সমীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল