TRENDING:

বুকের দুধে করোনা ভাইরাস? জেনে নিন গবেষকরা কী বলছেন...

Last Updated:
কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল বলছে, মহিলারা নিশ্চিন্তে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারেন৷ তাতে কোনও অসুবিধা বা চিন্তার কিছু নেই৷ তবে একটি উপায় অবলম্বন করতে হবে৷
advertisement
1/6
বুকের দুধে করোনা ভাইরাস? জেনে নিন গবেষকরা কী বলছেন...
ঘোর মহামারির এই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা মহিলাদের নানা দুশ্চিন্তা৷ সবচেয়ে বড় চিন্তা হল, স্তন্যদুগ্ধের সঙ্গে সন্তানের শরীরে করোনা ভাইরাস যাচ্ছে না তো? যদিও WHO বলছে, বুকের দুধের সঙ্গে শিশুর শরীরে করোনা সংক্রমণের কোনও জোরাল প্রমাণ এখনও নেই৷
advertisement
2/6
কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল বলছে, মহিলারা নিশ্চিন্তে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারেন৷ তাতে কোনও অসুবিধা বা চিন্তার কিছু নেই৷
advertisement
3/6
কানাডার ইউনিভার্সিটি অফ টরোন্টো-র অধ্যাপক শ্যারন আনগারের কথায়, 'কোনও মহিলার শরীরে করোনা ভাইরাস থাকলে, তাঁর বুকের দুধেও SARS-CoV-2 থাকে৷ সে ক্ষেত্রে দুধকে জীবাণু মুক্ত করে অর্থাত্‍ পাস্তুরাইজ করে শিশুকে খাওয়ানো যেতে পারে৷ তা হলে ভয়ের কিছু নেই৷'
advertisement
4/6
কানাডার সব দুধের ব্যাঙ্কে ৬২.৫ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট ধরে পাস্তুরাইজ বা জীবাণুমুক্ত করা হচ্ছে৷ এর ফলে হেপাটাইটিস, HIV-র মতো ভাইরাসও থাকছে না৷
advertisement
5/6
গবেষকরা বুকের দুধ ঘরের নর্মাল তাপমাত্রা ৩০ মিনিট রেখে দিয়ে দেখেছেন, দুধে ভাইরাসের উপস্থিতি রয়েছে৷ এরপর ৬২.৫ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট গরম করার পরে তাঁরা দেখেছেন, করোনা ভাইরাস নেই৷
advertisement
6/6
সে ক্ষেত্রে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, পাস্তুরাইজ করে বুকের দুধ শিশুকে খাওয়ালে কোনও ভয় নেই ভাইরাসের৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
বুকের দুধে করোনা ভাইরাস? জেনে নিন গবেষকরা কী বলছেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল