করোনার বিরুদ্ধে 'ডবল প্রোটেকশন' দেবে অক্সফোর্ডের ভ্যাকসিন, দাবি গবেষকদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

করোনার প্রতিষেধক নিয়ে নতুন আশার আলো দেখালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ তাঁদের তৈরি প্রতিষেধকের হিউম্যান ট্রায়ালের পর প্রাথমিক রিপোর্টে তাঁরা মনে করছেন, এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে মানব দেহকে 'ডবল প্রোটেকশন' দিতে সক্ষম৷ করোনার প্রতিষেধক নিয়ে নতুন আশার আলো দেখালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ তাঁদের তৈরি প্রতিষেধকের হিউম্যান ট্রায়ালের পর প্রাথমিক রিপোর্টে তাঁরা মনে করছেন, এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে মানব দেহকে 'ডবল প্রোটেকশন' দিতে সক্ষম৷ প্রতীকী ছবি
advertisement
2/8
করোনা ভাইরাসের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের সবকটি ধাপ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ তাঁদের দাবি অনুযায়ী বিশ্বের যে দেশগুলি ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এগিয়ে রয়েছে, তাঁদের মধ্যে অগ্রণী স্থানে রয়েছে রাশিয়া৷ রাশিয়া ছাড়া এখনও পর্যন্ত কোনও দেশের গবেষকরাই করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করার দাবি করতে পারেননি৷ প্রতীকী ছবি৷
advertisement
3/8
দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, এই ভ্যাকসিন প্রয়োগের পর স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডির পাশাপাশি 'কিলার টি-সেল' তৈরি হচ্ছে৷ গবেষকদের দাবি, অ্যান্টিবডির ক্ষমতা কয়েকমাসের মধ্যে হ্রাস পেলেও টি- সেল বেশ কয়েক বছর সক্রিয় থাকে৷ প্রতীকী ছবি
advertisement
4/8
তবে ওই সূত্র একই সঙ্গে সতর্ক করে বলেছে, প্রাথমিকভাবে এই ভ্যাকসিনের ফলাফল অত্যন্ত আশা জাগালেও এই ভ্যাকসিন যে দীর্ঘমেয়াদী ভিত্তিতে করোনার বিরুদ্ধে সুরক্ষা জোগাবে, তা এখনও নিশ্চিত করে বলার মতো সময় আসেনি৷ প্রতীকী ছবি
advertisement
5/8
সূত্রকে উদ্ধৃত করে বলা হচ্ছে, অ্যান্টি বডি এবং টি- সেলের এই জোড়া ফলাই করোনার বিরুদ্ধে শরীরকে দ্বিগুণ সুরক্ষা দিতে সক্ষম৷ মেডিক্যাল জার্নাল 'দ্য ল্যানসেট' জানিয়েছে, অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিন মানব দেহে প্রয়োগের যে প্রাথমিক ফলাফল পাওয়া গিয়েছে, তা তারা আগামী সোমবার প্রকাশ করবে৷ প্রতীকী ছবি
advertisement
6/8
অক্সফোর্ডের এই ভ্যাকসিন মানব দেহে প্রয়োগের বিষয়টি যারা অনুমোদন করেছে, সেই বার্কশায়ার রিসার্চ এথিকস কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার জানিয়েছেন, এই ভ্যাকসিনটি সম্পূর্ণ সঠিক পথে এগোচ্ছে৷ তিনি বলেন, 'কবে এই ভ্যাকসিন আসবে তা এখনও নিশ্চিত নয়৷ এখনও অনেক কিছুই হতে পারে, কিন্তু একটি বড় ওষুধ সংস্থার সঙ্গে কাজ করার সুবিধে হল, এই ভ্যাকসিন সেপ্টেম্বর নাগাদই সহজলভ্য হবে বলে আশা করা যায়৷ এই লক্ষ্যেই আমরা কাজ করছি৷' প্রতীকী ছবি
advertisement
7/8
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের Jenner Institute-এ এই ভ্যাকসিন তৈরি হলেও গ্রেট ব্রিটেন সরকার এবং AstraZeneca সংস্থা এই ভ্যাকসিন তৈরিতে সাহায্য করছে৷ এই ওষুধ নির্মাতা সংস্থাই ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনের দিকে নজর রাখছে৷ প্রতীকী ছবি
advertisement
8/8
গত মাসেই এই ওষুধ সংস্থা জানিয়েছিল, ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে৷ এর পর তৃতীয় পর্যায়ের ট্রায়াল যখন শুরু হবে, তখন কয়েক হাজার মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে এর কার্যকরিতা এবং তা কতটা নিরাপদ সেটি পরীক্ষা করে দেখা হবে৷ প্রতীকী ছবি