করোনার অভিশাপ! তিরুপতির অন্দরে আক্রান্ত হয়েছেন অন্তত ৭৪৩ জন!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আশার কথা, এখনও কোনও ভক্ত করোনায় আক্রান্ত হননি।
advertisement
1/5

একজন দু'জন নয়, লকডাউন ওঠার পর তিরুমালা তিরুপতি মন্দিরে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ৭৪৩ জন। এর মধ্যে বেশ কয়েকজন পুরোহিতও রয়েছেন। খবরে প্রকাশ, তিনজনের মৃত্যু হয়েছে এযাবৎ।
advertisement
2/5
মন্দির কর্তৃপক্ষ সূত্রেই, এই আক্রান্তদের মধ্যে ৪০২ জন ভাল হয়ে গিয়েছেন। এখনও আক্রান্ত ৩৩৮ জন চিকিৎসাধীন।
advertisement
3/5
তবে আশার কথা এখনও কোনও ভক্ত করোনায় আক্রান্ত হননি।
advertisement
4/5
জুলাই মাসে তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে জড়ো হয়েছেন ২.৩৮ লক্ষ ভক্ত। শুধু নগদ হুন্ডি এসেছে ১৬ কোটি ৬৯ লক্ষ টাকার । এছাড়াও এসেছে ৩.৯৭ কোটি টাকার ই হুণ্ডি।
advertisement
5/5
প্রায় ৮০ দিন বন্ধ থাকার পর জুলাই মাসে তিরুপতির মন্দির খোলে। প্রথমে ৬০০০ দর্শনার্থী সুযোগ পাচ্ছিলেন দর্শনের। পরে ভক্তদের প্রবেশাধিকার বাড়ানো হয়।