তথ্য মারাত্মক! ১ জন করোনা আক্রান্ত থেকে সংক্রমিত হতে পারেন ৪০৬ জন, জানাল স্বাস্থ্যমন্ত্রক
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

• করোনা ঠেকানোর পথ লকডাউন জারি হয়েছে দেশ জুড়ে। করোনা আক্রান্তের থেকে ছড়ায় সংক্রমণ । সেই সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
advertisement
2/7
• তবে বর্তমানে স্বাস্থ্যমন্ত্রক যে রেপোর্ট সামনে আনছে তা বেশ উদ্বেগজনক । বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পেরিয়ে গিয়েছে। যার মধ্যে প্রায় দেড় হাজার নিজামুদ্দিন ফেরত জামাত সদস্য।
advertisement
3/7
• রিপোর্ট বলছে, ১ জন আক্রান্তের থেকে করোনা সংক্রমিত হতে পারে বহু ।
advertisement
4/7
• ১ জন থেকে সংক্রমিত হতে পারেন অন্তত ৪০৬ জন।
advertisement
5/7
• সে কারণেই বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে । সংক্রমণে নিজামুদ্দিনের জমায়েতের মারাত্মক ভূমিকা রয়েছে।
advertisement
6/7
• স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল একটি পরিসংখ্যান দিয়েছিলেন দু’দিন আগে । যা ভয়ানক ।
advertisement
7/7
• ভারতে মোট আক্রান্তের ৩০ শতাংশের নিজামুদ্দিন যোগ রয়েছে। তিনি আরও বলেন, এখন ভারতে ৪.১ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। নিজামুদ্দিনের ঘটনা না ঘটলে তা হত ৭.৪ দিনে। অর্থাৎ অর্ধেক দিনে দ্বিগুণ হচ্ছে সংক্রামিতের সংখ্যা।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
তথ্য মারাত্মক! ১ জন করোনা আক্রান্ত থেকে সংক্রমিত হতে পারেন ৪০৬ জন, জানাল স্বাস্থ্যমন্ত্রক