TRENDING:

রাস্তার ধারে ১২ ঘণ্টা পড়ে রইল বৃদ্ধ শ্রমিকের দেহ! করোনায় আক্রান্ত বলে সন্দেহ

Last Updated:
পকেট থেকে বেরিয়ে এল Covid-19 টেস্ট স্লিপ, যার মানে...
advertisement
1/7
রাস্তার ধারে ১২ ঘণ্টা পড়ে রইল বৃদ্ধ শ্রমিকের দেহ! করোনায় আক্রান্ত বলে সন্দেহ
▪️রাস্তায় পড়ে রইল এক বৃদ্ধের দেহ৷ আশঙ্কা তিনি মারা গিয়েছেন করোনা সংক্রমিত হয়ে৷ ঘটনা হায়দরাবাদের স্থানীয় কিং কোঠির৷ কারণ মৃতদেহের জামার পকেট থেকে মিলল করোনা পরীক্ষার স্লিপ৷
advertisement
2/7
▪️করোনা তার শরীরে বাসা বেঁধেছে, এই সন্দেহে তাকে সম্ভবত করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই কারণেই এই স্লিপ ছিল তার কাছে৷ কিন্তু সেই পরীক্ষার আগেই রাস্তার প্রাণ গেল বৃদ্ধ শ্রমিকের৷ তারপর রাস্তাতেই ১২ ঘণ্টা পড়ে রইল তার দেহ৷ Representative Image
advertisement
3/7
▪️স্বাভাবিকভাবেই আতঙ্কে কেউ দেহ স্পর্শ করল না৷ শেষ পর্যন্ত পুলিশ প্লাস্টিকে মুড়িয়ে রাখল বৃদ্ধের মরদেহ৷ পুলিশের অভিযোগ পুরসভার যে হেল্পলাইন নম্বর রয়েছে, তাতে ফোন করে কোনও লাভ হয়নি৷ পরে যদিও স্বাস্থ্যকর্মীরা এসে সেই দেহ নিয়ে যায়৷ Representative Image
advertisement
4/7
▪️মৃতের পরিচয় জানা গিয়েছে৷ তিনি হায়দরাবাদের লালপেট এলাকায় একটি বারে কাজ করতেন৷ নাম শের বাহাদুর৷ নেপালের বাসিন্দা ছিলেন এই বৃদ্ধ৷ Representative Image
advertisement
5/7
▪️কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি৷ স্থানীয় কিং কোটি হাসপাতালে গিয়েছিলেন ডাক্তার দেখাতে৷ করোনা সংক্রমিত হয়েছেন এই সন্দেহে তাকে গান্ধি হাসপাতালে যাওয়ার কথা বলা হয়৷ তবে অ্যাম্বুলেন্স আসার আগেই তিনি হাসপাতাল থেকে বেড়িয়ে ৪ কিলোমিটার পথ হেঁটে পৌঁছনোর চেষ্টা করেন করোনার চিকিৎসার জন্য চিহ্নিত গান্ধি হাসপাতাল৷ তবে পথে ঘটে যায় বিপত্তি৷ Representative Image
advertisement
6/7
▪️তবে অ্যাম্বুলেন্স আসার আগেই তিনি হাসপাতাল থেকে বেড়িয়ে ৪ কিলোমিটার পথ হেঁটে পৌঁছনোর চেষ্টা করেন করোনার চিকিৎসার জন্য চিহ্নিত গান্ধি হাসপাতাল৷ তবে পথে ঘটে যায় বিপত্তি৷ Representative Image
advertisement
7/7
▪️কিন্তু কীভাবে এমনভাবে হাসপাতাল থেকে বেড়িয়ে এল করোনা আক্রান্ত সন্দেহের রোগী৷ এই নিয়ে প্রশ্ন উঠেছে৷ হাসপাতালের গাফিলতি নিয়ে উঠেছে অভিযোগ৷ Representative Image
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
রাস্তার ধারে ১২ ঘণ্টা পড়ে রইল বৃদ্ধ শ্রমিকের দেহ! করোনায় আক্রান্ত বলে সন্দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল