TRENDING:

Novavax Vaccine: সুখবর! Corona-র সবক’টি প্রজাতিতেই ৯০% কার্যকর এই টিকা, ট্রায়ালে এল সাফল্য

Last Updated:
ভ্যাকসিনটি ব্রিটেন স্ট্রেইন-সহ করোনার সবক’টি প্রজাতির উপরই ভাল ফল দিয়েছে । বয়ষ্ক এবং অসুস্থ, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের শরীরেও সফল হয়েছে এই ভ্যাকসিন ।
advertisement
1/6
Novavax Vaccine: Corona-র সবক’টি প্রজাতিতেই ৯০% কার্যকর এই টিকা, ট্রায়ালে সাফল্য
• এখনও পর্যন্ত বিশ্বে যতগুলি করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী এই নোভাভ্যাক্স টিকা (Novavax Vaccine) । করোনার সবগুলি স্ট্রেইন বা প্রজাতির উপরেই এটি কাজ করতে সক্ষম বলে জানা যাচ্ছে ।
advertisement
2/6
• সোমবার এমনটাই দাবি করল আমেরিকার ওই টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি আমেরিকা এবং মেক্সিকো জুড়ে পরীক্ষার পর দেখা গিয়েছে যে নোভাভ্যাক্স ৯০.৪ শতাংশ কার্যকরী।
advertisement
3/6
• সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং সবচেয়ে বেশি কার্যকরী । ভ্যাকসিনটি স্টোর করা বা অন্যত্র পরিবহন করাও আগের চেয়ে অনেক বেশি সহজসাধ্য । কারণ অতি শীতল তাপমাত্রা সংরক্ষণের প্রয়োজন পড়ে না এই টিকার ক্ষেত্রে । সংস্থার প্রেসিডেন্ট তথা চিফ এগ্‌জিকিউটিভ স্ট্যানলি সি ইরেক জানিয়েছেন, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করবেন। ছাড়পত্র পেলে সেপ্টেম্বরের মধ্যে ১০ কোটি ভ্যাকসিনের ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে নোভাভ্যাক্স ইনকর্পোরেশন ।
advertisement
4/6
• প্রাথমিক ভাবে গরীব, দুঃস্থ ও পিছিয়ে পড়া দেশগুলিতে নোভাভ্যাক্স পাঠানো হবে এমনটাই পরিকল্পনা করে রেখেছে ইনকর্পোরেশন । ভ্যাকসিনটি ব্রিটেন স্ট্রেইন-সহ করোনার সবক’টি প্রজাতির উপরই ভাল ফল দিয়েছে । বয়ষ্ক এবং অসুস্থ, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের শরীরেও সফল হয়েছে এই ভ্যাকসিন ।
advertisement
5/6
• পাশাপাশি এর পার্শ্ব-প্রতিক্রিয়াও খুবই সামান্য । ইঞ্জেকশনের এলাকায় সামান্য ব্যথা হয়েছে কিছু ক্ষেত্রে । তবে রক্ত তঞ্চন বা হার্টের সমস্যা দেখা যায়নি ।
advertisement
6/6
• প্রসঙ্গত, ভারতে এই টিকা উৎপাদনের বরাত পেয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Novavax Vaccine: সুখবর! Corona-র সবক’টি প্রজাতিতেই ৯০% কার্যকর এই টিকা, ট্রায়ালে এল সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল