জলন্ধর থেকে দৃশ্যমান হিমালয়, স্রোত যমুনায়, করোনাই সাফ করে দিল উত্তর ভারতকে
- Published by:Arka Deb
Last Updated:
করোনা বদলে দিয়েছে উত্তর ভারতের মুখশ্রী। জলন্ধর থেকেই এখন দেখা যায় তুষারশুভ্র হিমালয়।কয়েক মাস আগেও যে জমুনার জলে বিষ ছিল, এখন সেখানে দিব্যি স্রোত। দেখুন ছবিটা নিজেই-
advertisement
1/6

করোনার জেরে লকডাউন। আর তাতেই হুবহু বদলে গিয়েছে উত্তরভারতের ছবিটা। সরেছে দূষণের চাদর। এখন জলন্ধর থেকেই দেখা মিলছে হিমালয়ের। হুবহু বদলে গিয়েছে।
advertisement
2/6
দিল্লির রাজপথে ফিরে এসেছে পাখি।
advertisement
3/6
দিন কয়েক আগেও যমুনার ছবিটা ছিল এমন। কলকারখানার বিষাক্ত ফোমে ভরে গিয়েছিল নদীর। আটকে গিয়েছিল বহতা।
advertisement
4/6
এখন সেই নদীই বইছে কুলকুল করে।
advertisement
5/6
দিন কয়েক আগেও দূষণের আস্তরণে ঢেকে গিয়েছিল ইন্ডিয়াগেট। দিল্লির দূষণ চিন্তায় ফেলে দিয়েছিল পরিবেশবিদদের।
advertisement
6/6
এখন ইন্ডিয়া গেট এমনটাই ঝকঝকে। রাতারাতি বদলে গিয়েছে ছবিটা।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
জলন্ধর থেকে দৃশ্যমান হিমালয়, স্রোত যমুনায়, করোনাই সাফ করে দিল উত্তর ভারতকে