দ্রুত সুস্থ হোন অমিতাভ- অভিষেক, সংঘাত ভুলে প্রার্থনা নেপালের প্রধানমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অমিতাভ এবং অভিষেকের পর রবিবার ঐশ্বর্য এবং আরাধ্যার করোনা রিপোর্টও রবিবার পজিটিভ আসে৷
advertisement
1/9

সাম্প্রতিক কালে ভারতের সঙ্গে সংঘাতের পথেই হেঁটেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ কিন্তু তার মধ্যেই ভারতীয় সিনেমার কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করলেন নেপালের প্রধানমন্ত্রী৷
advertisement
2/9
শনিবার রাতেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ৷ নিজেই ট্যুইট করে সেকথা জানান বিগ বি৷ কিছুক্ষণের মধ্যেই অভিষেকও ট্যুইট করে জানান, তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে৷
advertisement
3/9
অমিতাভ এবং অভিষেকের সুস্থতার প্রার্থনা করে কে পি শর্মা ওলি লিখেছেন, 'ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিনেতা অভিষেক বচ্চনের সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করি৷'
advertisement
4/9
অমিতাভ এবং অভিষেকের পর রবিবার ঐশ্বর্য এবং আরাধ্যার করোনা রিপোর্টও রবিবার পজিটিভ আসে৷
advertisement
5/9
বেশ কিছুদিন ধরেই ভারতের সঙ্গে সংঘাতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী৷ উত্তরাখণ্ডে লিপুলেখ থেকে ধারচুলা পর্যন্ত একটি রাস্তার তৈরি করেছে ভারত৷ সেই রাস্তা তাঁদের এলাকার মধ্যে দিয়ে গিয়েছে বলে অভিযোগ করে নেপাল৷ ভারত সেই দাবি খারিজ করে দেয়৷
advertisement
6/9
যদিও ভারতের বক্তব্যে আমল না দিয়ে সংবিধান সংশোধন করে ভারতীয় ভূখণ্ডের তিনটি এলাকা লিপুলেখ, কালাপানি এবং লিম্পুয়াধুরাকে নিজেদের বলে দাবি করে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল৷
advertisement
7/9
এর পাশাপাশি বিহারের বেশ কয়েকটি জায়গায় ভারত নেপাল সীমান্তে নেপালের তরফে উত্তেজনা তৈরির চেষ্টা হয়৷ কখনও নেপালের পুলিশের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু, কখনও বাঁধ মেরামতির কাজে বাঁধা অথবা ভারতীয় কৃষকদের কৃষিকাজে বাধা দেওয়ার মতো পদক্ষেপও করেছে নেপাল৷
advertisement
8/9
এ দিকে ভারতের সঙ্গে সংঘাতের পথে হেঁটে নিজের দেশেই সমালোচিত হচ্ছেন কে পি শর্মা ওলি৷ দেশের শাসক হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ বলে দলের মধ্যে থেকেই পদত্যাগের দাবি উঠেছে৷ আগামী ১৭ জুলাই দলীয় বৈঠকে নেপালের প্রধানমন্ত্রীর ভাগ্য নির্ণয় করা হতে পারে৷
advertisement
9/9
তবে চাপে পড়ে তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য ভারত চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ওলি৷ বাস্তবে নেপাল কমিউনিস্ট পার্টিতে তাঁর বিরোধী হিসেবে পরিচিত পুষ্পকমল দাহাল বা 'প্রচণ্ড' শিবিরের থেকেই ওলির পদত্যাগের দাবি জোরাল হচ্ছে৷ এই পরিস্থিতিতে অমিতাভ ও অভিষেকের আরোগ্য কামনায় নেপালের প্রধানমন্ত্রীর ট্যুইট বিশেষ তাৎপর্য্যপূর্ণ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
দ্রুত সুস্থ হোন অমিতাভ- অভিষেক, সংঘাত ভুলে প্রার্থনা নেপালের প্রধানমন্ত্রীর