TRENDING:

FPFO Coronavirus 2nd Advance: করোনায় জেরবার! হাতে নেই টাকা? PF দিচ্ছে বড় সুযোগ, এখুনি আবেদন করুন

Last Updated:
FPFO Coronavirus 2nd Advance: দ্বিতীয় বার প্রভিডেন্ট ফান্ড সুযোগ দিচ্ছে টাকা তোলার, এমনকী এই টাকা দিতে হবেনা ফেরৎ
advertisement
1/8
করোনায় জেরবার! হাতে নেই টাকা? PF দিচ্ছে বড় সুযোগ, এখুনি আবেদন করুন
করোনার সঙ্কটের (Coronavirus Third Wave) ফলে আর্থিক সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ ৷ মানুষের হাতে টাকা নেই ফলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
চাকরিজীবী মানুষদের জন্য EPFO-এর এক বড় সমাধান সূত্র ৷ যে সমস্ত মানুষেরা টাকা পয়সার টানাটানিতে আছেন তাঁদের হঠাৎ করে টাকার দরকার পড়লে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
EPFO-র পক্ষ থেকে কর্মীদের দ্বিতীয়বার অগ্রিম টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ বিগত বছরেও পিএফ (PF) এমনই সিদ্ধান্ত নিয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
পিএফ (PF) সাবক্রাইবাররা তিনমাসের মূল বেতন অর্থাৎ বেসিক (Salary+DA) স্যালারি+ডিএ পাবেন অথবা পিএফ অ্যাকাউন্টে জমা ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
এই টাকা ফেরৎ দেওয়ার প্রয়োজনীয়তা নেই কোনও ৷ তবে কোনও পিএফের (PF) খাতাধারক যদি চান তিনি কম টাকা তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে টাকা তোলার সম্পূর্ণ পদ্ধতি, EPFO-র ওয়েবসাইটে প্রথমে যেতে হবে (https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface), অনলাইন সার্ভিসের জন্য ক্লেম করতে হবে (ফর্ম 31,19,10C, 10D)-এ ক্লিক করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা দিয়ে ভেরিফাই করা যেতে পারে ৷ তারপরে Proceed for Online Claim-এ ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
পরেই কোভিড-১৯ সিলেক্ট করতে হবে, তারপরে যত টাকা দরকার সেই টাকার পরিমাণ দিতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে ৷ Get Aadhaar OTP-তে ক্লিক করতে হবে ৷ এরপরে ক্লেম সাবমিট করতে হবে ৷ ক্লেম সাবমিটের ৩ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
FPFO Coronavirus 2nd Advance: করোনায় জেরবার! হাতে নেই টাকা? PF দিচ্ছে বড় সুযোগ, এখুনি আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল