TRENDING:

অ্যাপ ক্যাব গ্রাহকদের জন্য সুখবর, সোমবার থেকে রাস্তায় নামছে আরও ওলা-উবের, ঘোষণা পরিবহনমন্ত্রীর

Last Updated:
কন্টেইনমেন্ট জোন ছাড়া পরিষেবা বাড়বে বলে ঘোষণা পরিবহনমন্ত্রীর
advertisement
1/5
সোমবার থেকে রাস্তায় নামছে আরও ওলা-উবের, তবে মানতে হবে এই শর্তগুলি
সোমবার থেকে রাস্তায় নামছে আরও অ্যাপ ক্যাব ৷ আরও এক হাজারেরও বেশি ওলা উবের চালানোর অনুমতি দিচ্ছে রাজ্য ৷ এদিন সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ Photo Courtesy: Uber India
advertisement
2/5
তবে শর্ত মেনেই দিতে হবে পরিষেবা ৷ কন্টেইনমেন্ট জোন ছাড়া পরিষেবা বাড়বে ৷ প্রতিদিন সকাল৭ থেকে সন্ধে৭টা পর্যন্ত চলবে অ্যাপ ক্যাব ৷ কলকাতা-সহ সব জেলাতেই এক নিয়ম ৷Representational Image
advertisement
3/5
এছাড়াও অনলাইন ক্যাবে কোনওভাবেই দুইয়ের বেশি যাত্রী উঠতে পারবেন না। যাত্রীদের মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার করা বাধ্যতামূলক ।
advertisement
4/5
যাত্রীদের গাড়িতে ওঠার সময় স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। চালককেও গাড়ি পরিষ্কার রাখতে হবে । স্যানিটাইজার ব্যবহার করতে দিতে হবে । গ্লভস ও মাস্ক পড়ে গাড়ি চালাতে হবে । চালকের পাশের আসনে বসা যাবে না । দুই আসনের মাঝে থাকবে মোটা প্লাস্টিকের চাদর। ফলে চালকের সঙ্গে যাত্রীদের সংস্পর্শ এড়ানো সম্ভব হবে ।
advertisement
5/5
দীর্ঘ ৫৩ দিন পরে শনিবার ফের রাস্তায় নামল ১৭৫ ক্যাব । মূলত যারা হাসপাতালে ডায়ালিসিস, রেডিওথেরাপি বা বাচ্চাদের দেখাতে নিয়ে যাবেন তাঁদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
অ্যাপ ক্যাব গ্রাহকদের জন্য সুখবর, সোমবার থেকে রাস্তায় নামছে আরও ওলা-উবের, ঘোষণা পরিবহনমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল