Coronavirus Third Wave: করোনার টিকা নিলেই কেন্দ্রের বড় উপহার তিন মাসের Phone Recharge Free! তোলপাড় সোশ্যাল মিডিয়া
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Coronavirus Third Wave: হোয়াটসঅ্যাপে একটি খবর ঘুরছে যে করোনা টিকা নিলেই বিনামূল্যে রিচার্জ করে দেবে সরকার ৷ এটি একদমই ভুয়ো খবর ৷
advertisement
1/8

করোনা অতিমারিতে (Coronavirus Third Wave) অক্সিজেন (Oxygen) ও রেমডেসিবির (Redisivir) মত জীবনদায়ী ওষুধ নিয়ে বিভিন্ন ধরে গুজব ছড়িয়েছে সর্বত্রই ৷ তা সবারই কম বেশি জানা আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এখানেই থেমে নেই এই গুজবের (Fake News) দুনিয়া, নেই এইবার ভ্যাকিসন নিয়ে গুজব ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
হোয়াটসঅ্যাপে একটি মেসেজ (WhatsApp) ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে হচ্ছে যে করোনার ভ্যাকসিন নিলেই প্রধানমন্ত্রী (PM Modi) যে কোনও মোবাইল নেটওয়ার্কের ৩ মাসের রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB বিভিন্ন সময়ে অ্যালার্ট জারি করেছে ৷ WhatsApp-এ দাবি করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
এয়ারটেল (airtel), জিও (Jio), ভোডাফোন আইডিয়ার (VI) গ্রাহকেরা ৩ মাসের জন্য মোবাইল ফোন রিচার্জ বিনামূল্যে দেওয়ার জন্য দাবি করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
কিন্তু পিআইবি (PIB Fact Check) দাবি করেছে হোয়াটসঅ্যাপে বিনামূল্যরে রিচার্জের যে দাবি করা হচ্ছে তা মোটেও সঠিক নয় ৷ কেন্দ্রীয় সরকার (Narendra Modi Government) এমন কোনও ঘোষণা করেনি ৷ সাধারণ মানুষ যেন এই রকমের কোনও প্রতারণার ফাঁদে পা না দেন, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে এমন ধরনের কোনও মেসেজ পাওয়া গেলে তা পিআইব (PIB) ফ্যাক্ট চেকের জন্য কয়েকটি বিষয় মানতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
কোনও তথ্য পেলে তা প্রথমেই https://factcheck.pib.gov.in বা +918799711259 নম্বরে WhatsApp অথবা pibfactcheck@gmail.com ই-মেল করতে হবে ৷ এই তথ্য পাওয়া যাবে পিআইবির ওয়েবসাইটে https://pib.gov.in ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Coronavirus Third Wave: করোনার টিকা নিলেই কেন্দ্রের বড় উপহার তিন মাসের Phone Recharge Free! তোলপাড় সোশ্যাল মিডিয়া