অগাস্ট-সেপ্টেম্বর না কি অক্টোবর?কবে খুলবে স্কুল? জানতে চায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ছাড়পত্রের পরই খোলা যাবে স্কুল। সেই প্রক্রিয়ায় গতি আনতেই উদ্যোগী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷
advertisement
1/6

কবে খুলবে স্কুল? স্কুলে কীরকম সুরক্ষা বিধি চান অভিভাবকরা? জানতে চায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ২০ জুলাইয়ের মধ্যে রাজ্যগুলিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ। Representational Image
advertisement
2/6
করোনার সংক্রমণকে সঙ্গী করেই ছন্দে ফেরার চেষ্টা। কিন্তু, স্কুলের গেট এখনও বন্ধ। অনলাইনে কোনও মতে চলছে ক্লাস। কিন্তু, স্কুল কবে খুলবে? অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। কবে খুলবে স্কুল? অভিভাবকদের মতামত জানতে চায় কেন্দ্র ৷ ২টি বিষয় জানতে চাইছে কেন্দ্র।
advertisement
3/6
প্রথমত, অগাস্ট-সেপ্টেম্বর-অক্টোবর...কোন মাসের মধ্যে স্কুল খোলার পক্ষে অভিভাবকরা। দ্বিতীয়ত, স্কুল খুললে সুরক্ষা সংক্রান্ত কী কী পদক্ষেপ কর্তৃপক্ষের নেওয়া উচিত বলে অভিভাবকরা মনে করেন।
advertisement
4/6
সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। শিক্ষা সচিবকে নির্দেশ, স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের মতামত ২০ জুলাইয়ের মধ্যে জানাতে হবে। Photo- PTI
advertisement
5/6
তবে দেশজুড়ে অভিভাবকদের একটা বড় অংশ এখনই স্কুল খোলার বিরুদ্ধে। এ নিয়ে জুন মাসে সমীক্ষা চালায় পোলিং প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস। ৭০% অভিভাবকের দাবি, দেশে করোনা আক্রান্ত সম্পূর্ণ নির্মূল হওয়ার পর, খোলা হোক স্কুল। স্কুলে সামাজিক দূরত্ব সহ অন্যান্য সচেতনতা মানা হবে কী না তা নিয়েও অনেকে চিন্তিত।
advertisement
6/6
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ছাড়পত্রের পরই খোলা যাবে স্কুল। সেই প্রক্রিয়ায় গতি আনতেই উদ্যোগী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
অগাস্ট-সেপ্টেম্বর না কি অক্টোবর?কবে খুলবে স্কুল? জানতে চায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক