করোনায় আক্রান্ত হওয়ার পর দ্রুত চুল উঠছে? ম্যাজিকের মত কাজ করবে মেথির তেল!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
কোভিড পরবর্তী সময়ে চুল ওঠার সমাধান আছে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেথির তেল।
advertisement
1/7

কথায় বলে, যে কোনও বড় অসুখ চলে যাওয়ার পরেও মানুষের শরীরে তার চিহ্ন রেখে যায়। করোনাভাইরাসও তার ব্যতিক্রম নয়। যে ভাইরাস গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া কি মুখের কথা? দেখা গিয়েছে যে করোনা শরীরের যত না ক্ষতি করেছে, পোস্ট করোনা উপসর্গ ক্ষতি করেছে অনেক বেশি।
advertisement
2/7
কোভিড থেকে সেরে ওঠার পরেও কেউ পেটের সমস্যায় ভুগেছেন, কারও দেখা দিয়েছে স্মৃতিভ্রম, আবার কারও মাথা থেকে ভুসভুস করে চুল উঠেছে। প্রথম দুই সমস্যায় ডাক্তারই আমাদের ভরসা। কিন্তু কোভিড পরবর্তী সময়ে চুল ওঠার সমাধান আছে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেথির তেল।
advertisement
3/7
বেছে নিতে হবে প্রাকৃতিক উপাদান বাজারে চুল পড়া কম করার জন্য হরেক রকম তেল পাওয়া যায়। কিন্তু নিজের চুলের স্বাস্থ্যের কথা ভেবে প্রাকৃতিক উপাদান বেছে নেওয়াই ভালো।
advertisement
4/7
বাড়িতেই তৈরি করা যায় মেথি দিয়ে তৈরি চুলের তেল বাজারচলতি উপাদানের উপর ভরসা না রেখে বাড়িতেই প্রাকৃতিক উপাদান নিয়ে খুব সহজেই তেল তৈরি করে নেওয়া যায়। এতে খরচ বাঁচবে এবং আমাদের চুলও ক্ষতিকর রাসায়নিক থেকে রেহাই পাবে।
advertisement
5/7
মেথির তেলে ভরসা রাখলে লাভ বই ক্ষতি নেই চুলের বৃদ্ধিতে যুগ যুগ ধরে মেথির ব্যবহার চলে আসছে। কারণ এতে আছে আয়রন ও প্রোটিন। এই দু'টো উপাদানই চুলের বৃদ্ধিতে খুব কাজে দেয়। তার চেয়েও বড় কথা হল মেথির তেল খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়।
advertisement
6/7
যা যা উপাদান লাগবে- চার টেবিল চামচ মেথির দানা, নারকেল তেল, এক মুঠো বা আন্দাজ মতো কারিপাতা
advertisement
7/7
কী ভাবে তৈরি করতে হবে এই তেল সব কটা উপাদান একসঙ্গে তেলের মধ্যে দশ মিনিট ফোটাতে হবে। তবে আঁচ কম রাখতে হবে। নাহলে মিশ্রণের উপাদান পুড়ে যেতে পারে। মিশ্রণ ঠাণ্ডা করে একটা কাচের বোতলে রাখতে হবে। ব্যবহার করার আগে কাচের বোতলে এই মিশ্রণ অন্তত দুই থেকে তিন দিন রেখে দিতে হবে। এবার এই তেল সপ্তাহে দু'বার ব্যবহার করলে সুফল পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত হওয়ার পর দ্রুত চুল উঠছে? ম্যাজিকের মত কাজ করবে মেথির তেল!