হাতে আধভাঙা ইঁট নিয়ে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী, নিজের হাতেই কেটে দিলেন করোনা গন্ডি !
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বাজারে কীভাবে দাঁড়াবেন এঁকে দেখান মুখ্যমন্ত্রী ৷ গতকালও সাংবাদিক সম্মেলনে ছবি এঁকে তিনি বুঝিয়েছিলেন বাজারে গিয়ে কিভাবে অন্যের থেকে দূরত্ব বজায় রাখবেন ৷
advertisement
1/6

করোনা ঠেকাতে ২১ দিনের লকডাউন ৷ কলকাতার পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিয়ম মেনে ঠিক মতো কি চলছে কাজ? দেখতে এবার শহরের বাজারে বাজারে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর ৷ সোস্যাল ডিসটেন্স বজায় রাখার জন্য নিজে হাতেই রাস্তায় কেটে দিলেন গন্ডি ৷
advertisement
2/6
বৃহস্পতিবার বিকেলে কলকাতার বাজারগুলির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাও ৷ পোস্তা বাজার ও জানবাজারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ব্যবসায়ীদের সঙ্গে নিজে কথা বলেন ৷
advertisement
3/6
ব্যবসায়ীদের সন্ধে ৬টা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
4/6
বাজারে কীভাবে দাঁড়াবেন এঁকে দেখান মুখ্যমন্ত্রী ৷ গতকালও সাংবাদিক সম্মেলনে ছবি এঁকে তিনি বুঝিয়েছিলেন বাজারে গিয়ে কিভাবে অন্যের থেকে দূরত্ব বজায় রাখবেন ৷ ইতিমধ্যেই কলকাতার কয়েকটি জায়গায় দোকানের সামনে গণ্ডি কেটে দেওয়া হয়েছে। যাতে একজনের থেকে আরেকজন নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়াতে না ভোলেন। এদিনও মুখ্যমন্ত্রী নিজে হাতে আধলা ইঁট দিয়ে কেটে দেন লক্ষণরেখা ৷
advertisement
5/6
লক ডাউন চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনোরকম অসুবিধা না হয় এবং এই পরিস্থিতে মানুষের পাশাপাশি পশুপাখিদের রক্ষা করা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে রফি আহমেদ কিয়োদাই রোড সংলগ্ন এলাকাও পরিদর্শন করেন তিনি ৷ রফি আহমেদ কিদওয়াই রোডের পাখিরালয়ের পাখিদের চিড়িয়াখানায় রাখা হবে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
6/6
করোনা মোকাবিলায় বাড়িতেই থাকুন। জরুরি প্রয়োজনে বেরোতে হলে দূরত্ব বজায় রাখুন। বৃহস্পতিবারও ফের একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
হাতে আধভাঙা ইঁট নিয়ে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী, নিজের হাতেই কেটে দিলেন করোনা গন্ডি !