করোনা বিধি মানতে ভাইফোঁটা বাতিল করলেন মমতা, বাড়িতে পৌঁছে গেল ভাইদের উপহার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল হলেও দলের যে নেতাদের তিনি ফোঁটা দেন, তাঁদের বাড়িতে উপহার পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
1/5

মাস্ক পরার জন্য, পুজোর সময় সামাজিক দূরত্ব মানার জন্য বার বার রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন তিনি৷ এবার করোনা বিধি মানতে নিজের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানও বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
2/5
প্রতি বছরই হরিশ চ্যাটার্জী স্ট্রিটে নিজের বাড়িতে দলের বেশ কয়েকজন নেতাকে ভাইফোঁটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ থাকেন তাঁর ঘনিষ্ঠ বৃত্তের হাতেগোণা কয়েকজনও৷ কিন্তু করোনা অতিমারির মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে সেই অনুষ্ঠানই এ বছরের মতো বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
3/5
মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটায় কারা কারা ডাক পেলেন, তা নিয়ে রাজনৈতিক মহল এবং সংবাদমাধ্যমেরও যথেষ্ট কৌতূহল থাকে৷ দল ছাড়ার পরেও গত বছর ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নিজের বাড়ির অনুষ্ঠান বাতিল করে রাজ্যবাসীর সামনে উদাহরণ সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
4/5
তবে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল হলেও দলের যে নেতাদের তিনি ফোঁটা দেন, তাঁদের বাড়িতে উপহার পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফোনে প্রত্যেকের সঙ্গে কথাও বলেছেন তিনি৷ এবারের মতো ফোনেই মুখ্যমন্ত্রীর থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন দলীয় নেতারা৷ PHOTO- FILE
advertisement
5/5
শুধু ভাইফোঁটা নয়, প্রত্যেক বছর কালীঘাটের বাড়িতে বড় করে কালীপুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা অতিমারির মধ্যে এ বছর পুজো হলেও অতিথি আপ্যায়ণ করেননি মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনা বিধি মানতে ভাইফোঁটা বাতিল করলেন মমতা, বাড়িতে পৌঁছে গেল ভাইদের উপহার