TRENDING:

Coronavirus 3rd Wave: চলে এল করোনার তৃতীয় ঢেউ? মহারাষ্ট্রের ১ জেলাতেই আক্রান্ত ৮,০০০ শিশু

Last Updated:
গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে বরাবরই করোনা সংক্রমণ লাগাম ছাড়া আকার ধারণ করেছে । প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ের সময় এই একই অবস্থা দেখা গিয়েছে ।
advertisement
1/5
চলে এল করোনার তৃতীয় ঢেউ? মহারাষ্ট্রের ১ জেলাতেই আক্রান্ত ৮,০০০ শিশু
• ফের ভয় ধরাচ্ছে, চোখে রাঙাচ্ছে, ফের আরও ভয়ঙ্কররূপে ফিরে আসছে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus 3rd Wave) । বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন খুব তাড়াতাড়ি ভারত মহামারীর কবল থেকে মুক্তি পাবে না । দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই এ দেশে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ । যাতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা ।
advertisement
2/5
• সেই আশঙ্কাকেই সত্যি করে এ বার মহারাষ্ট্রের শুধুমাত্র ১ টি জেলা থেকেই ৮ হাজার শিসুর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল । যা শুনে রীতিমতো শিউরে উঠতে হচ্ছে । গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে বরাবরই করোনা সংক্রমণ লাগাম ছাড়া আকার ধারণ করেছে । প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ের সময় এই একই অবস্থা দেখা গিয়েছে ।
advertisement
3/5
• এ বার তৃতীয় ঢেউ-ও আছড়ে পড়তে চলেছে আরব সাগরের পাড়ে । তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা বেশি থাকায় আগে থেকে সাবধান হয়েছিল মহারাষ্ট্র প্রশাসন । সেখানে শিশুদের জন্য বিশেষ সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে । শিশুদের সংক্রমণের কথা মাথায় রেখে হাসপাতাল গুলিকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।
advertisement
4/5
• সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় শুধুমাত্র মে মাসেই প্রায় ৮ হাজার শিশু ও কিশোর-কিশোরী করোনা আক্রান্ত হয়েছে । যা যথেষ্ট উদ্বেগজনক । আহমেদনগরের জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে জানিয়েছেন, এই সংখ্যাটা ওই জেলার মোট সংক্রমিতের প্রায় ১০ শতাংশ ।
advertisement
5/5
• ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুধুমাত্র শিশুদের জন্যই বিশেষ কোভিড ওয়ার্ড চালু করা হয়েছে । যেখানে শিশুরা বুঝতেও পারবে না তারা হাসপাতালে রয়েছে । অনেকটা নার্সারির মতো করে এই ওয়ার্ড গুলি সাজানোর পরিকল্পনা করা হয়েছে ।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Coronavirus 3rd Wave: চলে এল করোনার তৃতীয় ঢেউ? মহারাষ্ট্রের ১ জেলাতেই আক্রান্ত ৮,০০০ শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল