TRENDING:

Black Fungus Death: নয়া আতঙ্ক মারণ ব্ল্যাক ফাঙ্গাস! আক্রান্ত পেরোল ২০০০! একাধিক রাজ্যে বাড়ছে মৃত্যু...

Last Updated:
ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যু হার প্রায় ৫০ শতাংশ। আক্রান্ত পেরোল ২০০০, বাড়ছে মৃতের সংখ্যা। ১২ ঘণ্টায় জয়পুরে ১৪ জন নতুন করে সংক্রামিত হয়েছেন।
advertisement
1/8
আতঙ্ক মারণ ব্ল্যাক ফাঙ্গাস! আক্রান্ত পেরোল ২০০০! একাধিক রাজ্যে বাড়ছে মৃত্যু...
*মহারাষ্ট্রে ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস (Black fungus)। যা নিয়ে নতুন করে আতঙ্ক গ্রাস করছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, মেডিক্যাল কলেজে চিকিৎসা করা হবে মিউকরমাইকোসিস (mucormycosis) বা ব্ল্যাক ফাঙ্গাসে (Black fungus) আক্রান্তদের। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*রাজ্যে ইতিমধ্যে ২০০০ জন মিউকরমাইকোসিস আক্রান্তের সন্ধান মিলেছে। তাঁদের চিকিৎসা চলছে। করোনা সংক্রামিতের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস (Black fungus) আক্রান্তদের সংখ্যা বাড়ার প্রবল আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*মহারাষ্ট্রের পাশাপাশি সোমবার প্রথম মিউকরমাইকোসিস (Black fungus) আক্রান্তের সন্ধান মিলেছে ওড়িশায়। জাজপুরের বাসিন্দা এক ৭১ বছরের করোনা আক্রান্ত শরীরে নয়া সংক্রমণ লক্ষ্য করা যায়। তাঁর ব্লাড সুগার রয়েছে অত্যধিক মাত্রায়। এ ছাড়াও দিল্লি, গুজরাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাঁর চিকিৎসা চলছে। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের  ক্ষেত্রে মৃত্যু হার প্রায় ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে দু'জনের মৃত্যু হয়েছে। থানেতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ জন। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ২ জনের। এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে লড়াই করছে ১৩ জন। ভোপালে আক্রান্ত ৭ জন। চিকিৎসকদের দাবি, মস্তিষ্ক বিকল হয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে মিউকরমাইকোসিস আক্রান্তদের। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*গত ১২ ঘণ্টায় জয়পুরে ১৪ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। রাঁচি থেকে দু'জন, রাজস্থান থেকে ৪ জন, উত্তরপ্রদেশের ৫ জন এবং বাকিরা দিল্লি থেকে সংক্রামিত হয়ে জয়পুর পৌঁছেছেন। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন।  সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*উল্লেখযোগ্যভাবে, গুজরাতে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা বেশি। ইতিমধ্যেই রাজ্যে শতাধিক সংক্রামিতের সন্ধান মিলেছে। সরকার হাসপাতালে আলাদা ওয়ার্ড তৈরি করে চিকিৎসা করছে। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*তবে এই মিউকরমাইকোসিস সংক্রমণ নতুন কিছু নয়। করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, তখন অনেকেই আক্রান্ত হয়েছিলেন এই ফাঙ্গাসে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে তাঁরা আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু এ বারে করোনা আক্রান্তের ব্লাড সুগারের মাত্রা অত্যধিক বেশি থাকলে এবং দীর্ঘদিন হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন থাকলে সংক্রামিত হচ্ছেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Black Fungus Death: নয়া আতঙ্ক মারণ ব্ল্যাক ফাঙ্গাস! আক্রান্ত পেরোল ২০০০! একাধিক রাজ্যে বাড়ছে মৃত্যু...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল