চিনের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল? এবার তদন্তে জোর দিলেন ট্রাম্প
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
অনেকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প চিনের ঘাড়ে দোষ চাপিয়ে আসছেন করোনা ভাইরাস সংক্রমণের জন্য। এবার সেই নিয়ে তদন্তের হুঁশিয়ারি দিলেন তিনি।
advertisement
1/6

• ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আমেরিকা তদন্ত করে দেখবে চিনের ইউহান প্রদেশের কোনও ল্যাব থেকে করোনা ভাইরাস বাইরে বেরিয়েছে কি না।
advertisement
2/6
• ট্রাম্পের দাবি, শুধু তাঁরা নন, একাধিক দেশ এই বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে। তাই আমেরিকাও আলাদা করে চিনের বিষয়টি তদন্ত করবে। ট্রাম্প আগেই অভিযোগ করেছিলেন, করোনায় মৃতের সংখ্যা নিয়ে মিথ্যে বলছে চিন।
advertisement
3/6
• ট্রাম্প বলেছেন, ‘চিন দাবি করেছে, বিশেষ ধরণের বাদুড় থেকে এই রোগ ছড়িয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হল চিনের ওই অংশে এখনও কোনও প্রকার বাদুড়ের সন্ধান পাওয়া যায়নি। প্রায় ৪০ মাইল দূরে বাদুড়ের সন্ধান।
advertisement
4/6
• ট্রাম্পের অভিযোগ, যা এসেছে চিন থেকেই এসেছে। আর চিনের এই কর্মকাণ্ডের জন্য আজ পৃথিবীর ১৮৪টি দেশ কষ্ট ভোগ করছে। অনেক আশ্চর্য ঘটনা আমাদের চোখের সামনে ঘটে চলেছে। যা অবাক করছে।
advertisement
5/6
• এর আগে হঠাৎ করে মৃতের সংখ্যা বাড়িয়ে দিয়েছিল চিন। বলা হয়েছিল, অনেক মৃতের সংখ্যা গননায় ধরা পড়েনি। এবারে তাই নতুন করে তালিকা প্রকাশ করা হল।
advertisement
6/6
• চিনের কার্যকলাপ সন্দেহজনক হওয়ার আগে থেকেই করোনার জন্য ট্রাম্প চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বারবার বলেছেন, সবটা চিনের দোষ। আর কিচ্ছু নয়।