করোনা মোকাবিলায় রাজ্যে লকডাউন, সব অর্থেই এ এক নতুন অভিজ্ঞতা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ ৷ জরুরি কারণ ছাড়া বাইরে বেরোতে নিষেধ ৷
advertisement
1/6

আজ, সোমবার বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে লকডাউন। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। লকডাউনে কি কি খোলা থাকবে? কি কি বন্ধ থাকবে? নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন।
advertisement
2/6
করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে লকডাউন। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত লকডাউন চলবে ৷
advertisement
3/6
গড়াবে না গাড়ির চাকা। লকডাউনে বন্ধ থাকবে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, অটো, টোটো ৷ বন্ধ সব সরকারি-বেসরকারি অফিস, দোকান, কারখানাও ৷ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ৷ বন্ধ গুদাম, ওয়ার্কশপও৷
advertisement
4/6
লকডাউনে বন্ধ সবরকম যাত্রীবাহী ট্রেন চলাচল ৷ বন্ধ লোকাল ট্রেন, মেট্রোও ৷ লকডাউনে রাজ্যবাসীকে বেশ কিছু নির্দেশিকা মানতে হবে।
advertisement
5/6
লকআউটে ‘না’ ৷ মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ ৷ জরুরি কারণ ছাড়া বাইরে বেরোতে নিষেধ ৷ ৭ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ৷
advertisement
6/6
লকডাউন হলেও জরুরি ক্ষেত্র সহ একগুচ্ছ পরিষেবায় ছাড় থাকছে। লকডাউনে খোলা থাকছে, ওষুধ, পানীয় জল, দুধ সরবরাহ, মুদি ও রেশন দোকান, সবজি-ফল-মাছ-মাংসের বাজার, মুদি ও সবজির ক্ষেত্রে ই-কমার্স খোলা ৷ পাশাপাশি খোলা থাকছে ব্যাঙ্ক, এটিএম, পেট্রোল পাম্পও ৷ খোলা ওষুধের দোকান, হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা ৷ গ্যাস সরবরাহও চালু থাকবে ৷