TRENDING:

Driving License: বড় খবর ঘরে ঘরে! মেগা প্রকল্পে বাড়িতে বসেই হাতে পেয়ে যান ড্রাইভিং লাইসেন্স

Last Updated:
এই মেগা প্রকল্প আসছে ঘরে ঘরে এবার স্বপ্নপূরণ হবে
advertisement
1/11
বড় খবর ঘরে ঘরে! মেগা প্রকল্পে বাড়িতে বসেই হাতে পেয়ে যান ড্রাইভিং লাইসেন্স
করোনা সংক্রমণের (Coronavirus Third Wave, Delta Varient Virus) ফলে বেশ কিছু কাজ রয়েছে যা রীতিমত মত থমকে গিয়েছে ৷ সেই গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম হল বেশ এমন কিছু কাজ যা ছাড়া জীবন চলেই না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
সেই গুরুত্বপূর্ণ কাজগুলি হল ড্রাইভিং লাইসেন্স (Driving License), পাসপোর্ট (Passport), আধার কার্ড (Aadhaar Card), অন্য জরুরি দস্তাবেজ প্রস্তুতের বিষয়গুলি রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
দিল্লি পরিবহণ নিগমের পক্ষ থেকে একটি যোজনার মাধ্যমে এবার বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স তৈরি করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করতে এবার আর আরটিওতে যাওয়ার প্রয়োজন নেই ৷ ১১ অগাস্ট (August 11, 2021)থেকেই এই প্রকল্প শুরু হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
পরীক্ষামূলক (Trial) এই স্কিম (Scheme) শুরু হয়েছে আপাতত দিল্লির সরাই কালে খানে, দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে ৷ এই কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলেই জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এই প্রকল্প খুব তাড়াতাড়ি শুরু হবে দিল্লির বাকি আরটিওগুলিতে (RTO) ৷ সূত্রের খবর এই পরীক্ষামূলক যাত্রায় এখনও পর্যন্ত ৫৬ টি লার্নিং ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের (Online Driving License Apply) আবেদন করতে হলে পরীক্ষার্থীকে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে ৷ এরপরেই অনলাইন পরীক্ষা নেওয়া হবে ৷ একটি বিশেষ সফটওয়্যার পরীক্ষার্থীর ছবি তুলে রাখবে সেটি মিলিয়ে দেখা হবে আধার কার্ডের সঙ্গে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
এরফলে দুর্নীতির ক্ষেত্রেও থাকবেনা বলেই মনে করা হচ্ছে ৷ পরীক্ষার পরে পরীক্ষার্থীকে একবর আরটিও-তে আসতে হবে আসল ড্রাইভিং লাইসেন্স (Driving License) নিতে সেখানেই একবার টেস্ট দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal the chief minister of Delhi) আগামিকাল এই প্রকল্পটি সরাকারি ভাবে উদ্বোধন করবেন ৷ তারপরেই এই পরিষেবা দিল্লির আরটিও অফিসে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
দিল্লি পরিবহণ দফতরের (Transport Department of Delhi Government) বিভিন্ন কাজ এইবার থেকে বেশিরভাগটাই অনলাইনে (Online Service) করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
যেমন ঠিকানা পরিবর্তন (Address Change), লাইসেন্স পুননবীকরণ (License Renewal), ড্রাইভিং লাইসেন্স (Driving License), ডুপলিকেট বা নকল লাইসেন্স (Duplicate License), মালিকানা হস্তান্তর (Transfer of Ownership), যানবাহন নথিভুক্তকরণ (Vehicle Registration). প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Driving License: বড় খবর ঘরে ঘরে! মেগা প্রকল্পে বাড়িতে বসেই হাতে পেয়ে যান ড্রাইভিং লাইসেন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল