TRENDING:

Kolkata Coronavirus | Police Checking: বেনজির কড়া হচ্ছে পুলিশ, মাস্ক না পরলে এবার অপেক্ষায় বড় ভোগান্তি! শুরু ধরপাকড়...

Last Updated:
পুজোর পর থেকেই ফের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে (Kolkata Coronavirus | Police Checking)।
advertisement
1/7
বেনজির কড়া হচ্ছে পুলিশ, মাস্ক না পরলে এবার অপেক্ষায় বড় ভোগান্তি! শুরু ধরপাকড়...
পুজোয় দেদার আড্ডা, ভিড়ে ঠাসাঠাসি করে প্যান্ডেল হপিং। করোনা পরিস্থিতিতে (Corona in Kolkata) এবার সেই আনন্দেরই মাশুল গুণতে হবে মহানগরীকে। কারণ পুজোর পর থেকেই ফের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে (Kolkata Coronavirus | Police Checking)। পুলিশও ফের কড়া হাতে সামাল দিতে শুরু করেছে পরিস্থিতি (Kolkata Coronavirus | Police Checking)।
advertisement
2/7
মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড করে মাস্কহীন ব্যক্তিদের ধরপাকড় শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Coronavirus | Police Checking)। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকার জায়গায় জায়গায় পুলিশি ধরপাকড় শুরু করা হয়।
advertisement
3/7
এদিন সকাল থেকে গড়িয়াহাট, চাঁদনি চক ই-মলের সামনে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মাস্কহীন ব্যক্তিদের চিহ্নিত করা হয়। পুলিশ মাইকিং করে সতর্ক করতে শুরু করে।
advertisement
4/7
যাঁদের মাস্ক নেই, তাঁদেরকে মাস্ক দিয়ে তখনই সেটা পরতে বলা হয়। বাসযাত্রী, বাইক আরোহী থেকে ট্যাক্সি থামিয়েও তল্লাশি করে কলকাতা পুলিশ।
advertisement
5/7
কয়েকজনকে ভ্যানেও তুলেছে পুলিশ। প্রত্যেককে বার বার মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝান অফিসারেরা।
advertisement
6/7
রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে কলকাতারও অবস্থা ভয়াবহ। ফলে এবার ফের কনটেইনমেন্ট জোন করা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আর এই পরিস্থিতিতে কলকাতাকে নিয়েই চিন্তা সবচেয়ে বেশি। কলকাতার পাঁচটি বরোতে সংক্রমণ আশঙ্কাজনক হয়ে উঠছে।
advertisement
7/7
দিন দুই আগেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতার নগরপাল সহ বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ ওই বৈঠকেও কলকাতায় কঠোর ভাবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ লাগু করার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেন তিনি৷ পাশাপাশি যে এলাকাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে, সেই এলাকায় কন্টেইনমেন্ট জোন চালু করার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। ছবি ও তথ্য-- অর্পিতা হাজরা
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Kolkata Coronavirus | Police Checking: বেনজির কড়া হচ্ছে পুলিশ, মাস্ক না পরলে এবার অপেক্ষায় বড় ভোগান্তি! শুরু ধরপাকড়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল