TRENDING:

Quarantine সেন্টার থেকে পালিয়ে কেন ‘আত্মহত্যা’-কে বেছে নিচ্ছেন, কারণ জেনে নিন

Last Updated:
সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন বাসিন্দারা,কারণ অনেকগুলি
advertisement
1/4
Quarantine সেন্টার থেকে পালিয়ে কেন ‘আত্মহত্যা’-কে বেছে নিচ্ছেন, কারণ জেনে নিন
করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আইসোলেশন একটা বড় অংশ কিন্তু কোয়ারেন্টাইন সেন্টারে থাকাটা বেশির ভাগ মানুষই একেবারেই সহ্য করতে পারছেন না ৷ দেশের বিভিন্ন প্রান্তে কোয়ারেন্টাইন সেন্টার থেকে একাধিক মানুষ পালিয়ে যাচ্ছেন আর শুধু সেটাই নয় একেবারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ৷ শনিবারই মহারাষ্ট্রের একটি কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে গিয়ে এক ব্যক্তি গাছ থেকে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৷ Photo- Representive
advertisement
2/4
তামিলনাড়ুর এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে সুন্দররাজ নামের এক ব্যক্তি ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ৷ এই ব্যক্তিই কোয়েম্বাটুর ক্লাস্টারের অংশ যার থেকে ২০০০ মানুষ সংক্রিমত হয়েছিল একবারে ৷ সূত্রের খবর এই সেন্টারগুলিতে ছোট নোংরা জায়গা, গন্ধ টয়লেট, খারাপ খাবার, অসহনীয় ব্যবহারের মত একাধিক কারণ মানুষকে মানসিকভাবে অবসাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে ৷
advertisement
3/4
পুণের এক কোয়ারেন্টাইন সেন্টারের অভিজ্ঞতা বলার সময় এক মহিলা বলেছেন ফুড ইনচার্জ যখন খাবার দিতে আসতেন তখন বন্ধ ঘরের দরজা লাথি মেরে খুলতেন পাশাপাশি ফুড প্যাকেটগুলি ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যেতেন এমন বিষয় যেন ঘরে যাঁরা রয়েছেন তাঁরা অচ্ছুৎ৷ এতেই শেষ নয় সেখানে চিকিৎসা পরিষেবার হালও খুব খারাপ ৷ রোগীদের জন্য যে যে নির্ধারিত ওষুধ বরাদ্দ সেগুলিও তাঁরা হাতে পেতেন না ৷ অনেক সময়ই তাদের নির্ধারিত বরাদ্দ ওষুধ দেওয়া হত না ৷
advertisement
4/4
কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে সকলকেই এরকম অনুভূতি দেওয়া হয় যেন তাঁরা কেউই কাঙ্খিত নন ৷ আর এটাই মানসিক উৎপীড়নের জায়গায় পৌঁছে যায়৷ এর কারণের কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালানোর ঘটনা কিম্বা পালিয়ে আত্মহত্যা করার মতো ঘটনা ঘটছে ৷ এমনকি তামিলনাড়ুতে হোটেলে পয়সা দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা আবাসিকদেরও এই একই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Quarantine সেন্টার থেকে পালিয়ে কেন ‘আত্মহত্যা’-কে বেছে নিচ্ছেন, কারণ জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল