খাঁখাঁ করছে কালীঘাট, মায়ের মন্দিরও শুনসান, দেখুন ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

* করোনার ও লকডাউনের জেরে বন্ধ হয়েছে কালীঘাট মন্দিরে৷ মন্দির চত্বরে যে ভিড় থাকে তা এখন উধাও৷
advertisement
2/8
* মন্দির বন্ধ, তাই ভক্তরাও আসতে পারছেন না৷ মন্দিরের ভিতরের ছবি দেখুন৷
advertisement
3/8
* এই সরু রাস্তা দিয়ে ঢুকতে হয় মন্দিরের ভিতরে৷ যা এখন দেখে বোঝা দায়৷ কারণ এমন জনমানুষ শূণ্য মন্দির কেউ কখনও দেখেনি৷
advertisement
4/8
* এই হল বলির জায়গা৷ যা এই করোনার সময় পুরোপুরি ফাঁকা৷
advertisement
5/8
* শুধুমাত্র গেট বন্ধ হয়েছে তাই নয়, যেই সব প্রবেশপথে কোনও গেট নেই সেগুলিকেও বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে৷
advertisement
6/8
* ফাঁকা মন্দিরে ধারে কাছে দেখা নেই কোনও দোকানপাঠের৷ সেগুলিও এখন বন্ধ৷ তাই শুধু মন্দির নয়, মন্দিরের পাশ দিয়ে সারি বেঁধে যে দোকানে চলত ঠাকুরের জিনসপত্র কেনাবেচা, সেগুলিও এখন ঝাঁপ বন্ধ করেছে৷
advertisement
7/8
* চারিদিকের গেট বন্ধ রয়েছে৷ শুধুমাত্র মন্দিরে ঢুকতে পারছেন গুটি কত মানুষ, যাদের ওপর রয়েছে নিত্য পুজোর দায়িত্ব৷
advertisement
8/8
* আপাতত এইভাবে বন্ধ থাকবে কালীঘাট মন্দির৷