চাকরি নিয়ে আশঙ্কার মধ্যেই স্বস্তির খবর, কর্মীদের বেতন বৃদ্ধি করল নামী আইটি সংস্থা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা যেমন কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন, সেরকমই সংগঠিত ক্ষেত্র, বহুজাতিক সংস্থার কর্মচারিরাও চাকরি হারোনা, বেতন সংকোচনের আশঙ্কায় ভুগছেন৷
advertisement
1/6

বিশ্বজুড়ে আর্থিক মন্দার ভ্রূকুটি৷ ভারতেও সেই মন্দার ধাক্কা আছড়ে পড়ার সম্ভাবনা৷ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা যেমন কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন, সেরকমই সংগঠিত ক্ষেত্র, বহুজাতিক সংস্থার কর্মচারিরাও চাকরি হারোনা, বেতন সংকোচনের আশঙ্কায় ভুগছেন৷
advertisement
2/6
এমনই ভয়ের আবহে স্বস্তির খবর দিল নামী আইটি সংস্থা ক্যাপজেমিনি৷ ফরাঁসি এই আইটি সংস্থা ভারতে তাদের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে৷ PHOTO- REUTERS
advertisement
3/6
ভারতে ক্যারজেমিনির প্রায় এক লক্ষ কুড়ি হাজার কর্মী রয়েছে৷ তাঁদের মধ্যে ৭০ শতাংশ বা ৮৪ হাজার কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷
advertisement
4/6
১ এপ্রিল থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করবে সংস্থা৷ বাকি কর্মীদের আগামী জুলাই মাস থেকে বেতন বৃদ্ধি হবে৷
advertisement
5/6
যে কর্মীদের এপ্রিল মাসে পদন্নোতি হওয়ার কথা ছিল, তাঁদের পদন্নোতি জুলাই মাস থেকে কার্যকর হবে৷ জুন মাসে সেই ঘোষণা করা হবে৷
advertisement
6/6
ভারতে সংস্থার সিইও অশ্নিন ইয়ার্দি জানিয়েছেন, সংস্থার কোনও কর্মীর বেতন সংকোচনের পরিকল্পনা নেই সংস্থার৷ এই পরিস্থিতিকে ব্যতিক্রমী বলেই দাবি করেছেন তিনি৷PHOTO- Capgemini
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
চাকরি নিয়ে আশঙ্কার মধ্যেই স্বস্তির খবর, কর্মীদের বেতন বৃদ্ধি করল নামী আইটি সংস্থা