TRENDING:

করোনা যুদ্ধে একজন প্রধানমন্ত্রীকে দিলেন মাত্র ৭৩ টাকা! যা বললেন ইশান্ত শর্মার শ্যালিকা

Last Updated:
কী বললেন তিনি...
advertisement
1/5
করোনা যুদ্ধে একজন প্রধানমন্ত্রীকে দিলেন মাত্র ৭৩ টাকা!যা বললেন ইশান্তের শ্যালিকা
করোনা ভাইরাসের মতো মারণ ব্যাধির সঙ্গে লড়ছে গোটা দেশ ৷ এই অবস্থায় সরকার যেমন বিভিন্ন ভাবে দেশবাসীকে সাহায্য করার চেষ্টা করছে ঠিক তেমনিই প্রতিটা মানুষ নিজের মতো করে সরকারের পাশে দাঁড়াচ্ছে ৷ বিভিন্ন সেলিব্রিচি বড় বড় অঙ্কের অর্থ সাহায্য করছেন৷ এই পদ্ধতিতেই একজনা মানুষ প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে দিয়েছেন মাত্র ৭৩ টাকা ৷ Photo- File
advertisement
2/5
আনন্দ কুমার নামের ওই ব্যক্তি ৭৩ টাকা দিয়ে উনি জানিয়েছেন উনি গরীব পরিবারের সদস্য , তাই প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে তাঁর পক্ষে এই টাকা টুকুই দেওয়া সম্ভব হয়েছে ৷ আর এই ক্ষুদ্র আর্থিক সাহায্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইশান্ত শর্মার শ্যালিকা ৷Photo Courtesy- Instagram
advertisement
3/5
ইশান্ত শর্মার শ্যালিকা আকাঙ্খা -র বয়স ৩০ বছর ৷ তিনি জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড়৷ ২০০৪ থেকে তিনি জাতীয় দলে খেলছেন ৷ তাঁর মতে ওঁর সাহায্যের চেয়েও গুরুত্বপূ্র্ণ ওঁনার ইচ্ছা ৷ আর দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছাকেই কুর্নিশ ইশান্তের শ্যালিকার ৷
advertisement
4/5
২০১০ সালে ভারতীয় বাস্কেটবলের প্রথম পেশাদার লিগে খেলেন তিনি ৷আর সবচেয়ে দামি খেলোয়াড়ের খেতাবে সম্মানিত হন ৷ তাঁকে বাস্কেটবল দুনিয়ায় স্মল ওয়ান্ডার বলা হয় ৷ উনি নিজের বিশ্ববিদ্যালয়কে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করেছিলেন ৷Photo- File
advertisement
5/5
ওনার বোনকে সংযুক্ত সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচন করা হয় ৷ ইশান্তের শর্মা -র স্ত্রীও ভারতীয় বাস্কেটবলের দলের খেলোয়াড় ছিলেন ৷২০১৬ সালে ইশান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রতিমা৷৷Photo- File
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনা যুদ্ধে একজন প্রধানমন্ত্রীকে দিলেন মাত্র ৭৩ টাকা! যা বললেন ইশান্ত শর্মার শ্যালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল