LIC: সুপারহিট পলিসি! বছরে মাত্র ১০০ টাকা বিনিয়োগেই ৭৫ হাজার টাকার ফায়দা সঙ্গে একাধিক লাভও
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ভারতীয় জীবন বিমা নিগমের (Life Insurance Corporation of India) সুপারহিট পলিসি এক ক্লিকে জেনে নিন আদম আদমি পলিসি (Aam Aadmi Policy) সম্পর্কে
advertisement
1/12

করোনা ভাইরাসের (Covid-19 Second Wave) প্রভাবে যে অতিমারি দেখা দিয়েছে, এর ভয়াবহতা আঁচ করেই স্বাস্থ্য থেকে জীবন বিমা নিয়ে বেশ সতর্ক হয়েছেন সাধারণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
বিমার প্রকার ভেদ চয়নের ক্ষেত্রে বেড়েছে সতর্কতাও ৷ করোনার ভয়াল কোপে কাজ হারিয়েছেন বহু মানুষ, বিপদে পড়েছেন যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
এই ধরনের মানুষের জন্য ভারতীয় জীবন বিমা নিগম (Life Insurance Corporation of India) বা এলআইসির (LIC) পক্ষ থেকে আম আদমি বিমা যোজনা (Aam Aadmi Bima Yojana) পেশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
এই প্রকল্পতে দুর্ঘটনার ফলে মৃত্যু কভারেজ ছাড়া লাইফ টাইম পলিসি র বিশেষ সুবিধা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
এই বিষয়ে এক নজরে দেখে নেওয়া যাক খুঁটিনাটি ৷ কোনও ব্যক্তি প্রাকৃতিক বা স্বাভাবিক মৃত্যুতে ৩০,০০০ টাকার পলিসি পাওয়া যায় ৷ পলিসি ধারণ করার পরে পলিসি ধারকের মৃত্যু হলেই তবেই লাভ পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
পলিসি ধারণ করার পরে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর নমিনি ৩০,০০০ টাকা পাওয়া যাওয়া ৷ এছাড়া এলআইসির পলিসির ধারকের মৃত্যু হলে বা দুর্ঘটনার ফলে বিশেষ ভাবে সক্ষম হয়ে পড়েন তিনিও সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
এলআইসির এই প্রকল্পের ফলে বিকলাঙ্গ হয়ে গেলে ৩৭,৫০০ টাকা পাওয়া যাবে ৷ দুর্ঘটনায় মৃত্যু হলে সেক্ষেত্রে নমিনি ৭৫,০০০ টাকা বিমার কভারেজ পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
এই বিশেষ প্রকল্পের ক্ষেত্রে দুটি স্পেশ্যাল স্কিম একসঙ্গে মিলিয়ে বানানো হয়েছে ৷ আম আদমি যোজনা ও ধনশ্রী বিমা যোজনা ৷ এই যোজনার ফলে গ্রামীণ ও দারিদ্র্যসীমার নীচে যাঁরা আছেন তাঁরা লাভবান হতে পারেন ৷ বাড়িতে বসেই যিনি রোজগার করেন তিনিও বিমার লভ্যাংশ পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এই বিমার জন্য পলিসি ধারকের হয়ে ৫০ শতাংশ টাকা জমা দেয় ৷ এছাড়াও পলিসি ধারকেরা এই বিমা থেকে যে যে সুবিধা পেতে পারেন ৷ এটির ক্ষেত্রে নোডাল এজেন্সির অ্যাডঅনের পক্ষ থেকে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়া সর্বাধিক দুটি সন্তান স্কলারশিপ পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
এটি নোডাল মডেলের উপরে নির্মিত ৷ এনজিও-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এর অন্তর্গত রয়েছে ৷ নোডাল এজেন্সি, নিকটবর্তী পেনশন ও গ্রুপ স্কিম অফিস অথবা কোনও এলআইসি অফিসে গিয়ে এই প্রকল্প গ্রহণ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
১৮ থেকে ৫৯ বছরের যে কেউই আদ আদমি বিমার লাভ সরাসরি গ্রহণ করতে পারেন ৷ আম আদমি যোজনার বার্ষিক প্রিমিয়াম ২০০ টাকা জমা করতে হবে ৷ যার অর্থ কেন্দ্র ও রাজ্য মিলে ১০০ টাকা জমা দেয় ও পলিসি ধারককে বছরে মাত্র ১০০ টাকা জমা দিতে হয় ৷
advertisement
12/12
এই বিষয়ে বিশদে জানতে এলআইসির ওয়েবসাইট দেখা প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
LIC: সুপারহিট পলিসি! বছরে মাত্র ১০০ টাকা বিনিয়োগেই ৭৫ হাজার টাকার ফায়দা সঙ্গে একাধিক লাভও